আন্তর্জাতিক
মর্মান্তিক পথ দুর্ঘটনা ! গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের
Tragic road accident! A young man died after being hit by a truck in Gazipur

The Truth Of Bengal : মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে এবার গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত হলেন এক যুবক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত ওই ব্যক্তির নাম শাহাদাত হোসেন মুন্না। ২৮ বছর বয়সী ওই যুবক গাজীপুরের ঢাকা-বাইপাস সড়ক উন্নয়ন প্রকল্পে কর্মরত ছিলেন। জানা গেছে, তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রামগাতি খালপাড় এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে শাহাদাত মোটরসাইকেল নিয়ে নিজের কাজের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে শাহাদাতের বাইকে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তার ধারে পড়ে যান শাহাদাত এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আটক করা হয়েছে ট্রাকটিকেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।