প্যালেস্টাইনিদের লাগাতার বিক্ষোভের জেরে থমকাল চলচ্চিত্র উৎসব
Toronto International Film Festival halted premiere due to protest of Palestinian

Truth Of Bengal : পূর্ব নির্ধারিত সূচি মেনে শুরু হওয়ার কথা ছিল টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি শুরু হওয়ার প্রথম দিনেই থমকে গেলো তার যাত্রাপথ। হঠাৎ শুরু হওয়া প্যালেস্টাইনি বিক্ষোভের জেরে জোড় ধাক্কা খেল টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বেন স্টিলার অভিনীত ফিল্ম ‘নাটক্র্যাকারস’-এর প্রিমিয়ার দিয়ে উৎসবটির সূচনার ঠিক আগের মুহূর্তে ঘটে যাওয়া বিক্ষোভের জেরে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠলো প্যালেস্টাইন। শুক্রবার ধীরে ধীরে বিক্ষোভ ক্রমশ এমন ভয়ঙ্কর রূপ নেয় যে মাঝপথেই থেমে যেতে হয় টরন্টোর প্রিন্সেস অব ওয়েলেস থিয়েটারে ডেভিড গর্ডন গ্রিন পরিচালিত ছবিটির স্ক্রিনিং।
জানা যাচ্ছে, ‘রয়্যাল ব্যাঙ্ক অব কানাডা’-র বিরুদ্ধেই মূলত ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে বিক্ষোভকারীদের। আর এই নিয়েই বিক্ষোভকারীরা অভিযোগ করছে, গাজায় গণহত্যার ঘটনায় ‘রয়্যাল ব্যাঙ্ক অব কানাডা’ বিপুল পরিমাণে অর্থ ঢালছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় বিক্ষোভকারীদের মধ্যে চার জন হলের ভিতরে ঢুকে ক্রমাগত স্লোগান দিতে থাকে। সেইসময় থিয়েটার ভর্তি দর্শকাসনে হাজির ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। বিক্ষোভকারীরা হলের ভিতরে ঢুকে স্লোগান তোলেন, ‘‘টার্টল আইল্যান্ড থেকে প্যালেস্টাইন সর্বক্ষেত্রেই ‘রয়্যাল ব্যাঙ্ক অব কানাডা’ গণহত্যায় বিপুলপরিমাণ অর্থ ঢেলে যাচ্ছে। তা কমানোর কোনও বালাই নেয়।’’
আবার অপরদিকে বিক্ষোভকারীদের মধ্যে অনেককে বলতে শোনা যায়, ‘রয়্যাল ব্যাঙ্ক অব কানাডা’ আমাদের দেশের ভবিষ্যৎয়ের মূল কান্ডারীদের ওপর হত্যালীলা চালিয়ে যাচ্ছে। তারা এও স্লোগান তোলেন টিআইএফএফ ওদের সঙ্গে যেন সব সম্পর্ক থেকে বেরিয়ে আসে। অপরদিকে বিক্ষোভকারীদের পাল্টা দর্শকেরা চিৎকারে ফেটে পড়েন, ‘‘চলে যাও এখান থেকে।’’ কিছুক্ষণের বিক্ষোভ শেষে নিরাপত্তারক্ষীরা এসে বিক্ষোভকারীদের হল থেকে বিতাড়িত করে দেন। বিক্ষোভ চলাকালীন ফিল্মের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া নিয়ে আন্দোলনকারীরা ইতিমধ্যেই তাদের দাবি পেশ করেছেন। যদিও তা নিয়ে টিআইএফএফের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।