আন্তর্জাতিক

মাগুরায় বাসের ধাক্কায় নিহত দুই নারীসহ তিন

Three, including two women, were killed after being hit by a bus in Magura

The Truth of Bengal: মাগুরায় বাসের ধাক্কায় এবার নিহত হলেন দুই নারীসহ তিনজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে। সূত্রের খবর অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার (৫০), নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্পা রানী দে (৪০) ও নিতাই দের স্ত্রী নিরূপা রানী দে (৪৫)।

এর মধ্যে পুষ্পা রানী ও নিরূপা রানী একই পরিবারের দুই ভাইয়ের স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়ে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন মায়া রানী কুন্ডু (৭০), শিল্পী শিকদার (৪০), জ্যোতি দে (২৮) ও জ্যোৎস্না (৭০), নিতাই দে ও মাহেন্দ্রর চালক বাবলু। হতাহতরা সবাই পরস্পরের আত্মীয় ও প্রতিবেশী। অপরদিকে, এই ঘটনা নিয়ে রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মণ্ডল বলেছেন- “নারিকেলবাড়িয়া গ্রামের ওই বাসিন্দারা একটি মাহেন্দ্র রিজার্ভ করে মাগুরার শ্রীপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন।

পথে ছয়ঘরিয়া গ্রামের হাজাম বাড়ির মোড় এলাকায় পৌঁছালে যশোরের দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে  দুজন নিহত হন। হাসপাতালে পৌঁছালে আরও একজনের মৃত্যু হয়।” ঘটনার জেরে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles