পাল্টা আঘাতে দুটি হাউথি জাহাজ ধ্বংস করল মার্কিন সেনা
The US military destroyed two Houthi ships by striking the ship

Truth Of Bengal: লোহিত সাগরে হাউথি সন্ত্রাসকে জব্দ করতে গোটা বিশ্ব চেষ্টা করলেও তেমন সফলতার নাগাল পাওয়া যায়নি। তবে এবার হাউথি সন্ত্রাসীদের জবাব দিল মার্কিন সেনা। এডেন উপসাগরে আমেরিকা সেনা ধ্বংস করল দুটি হাউথি জাহাজ। সম্প্রতি এই উপসাগরে ২টি পণ্যবাহী জাহাজে হামলা করে হাউথি, তার পর পালটা হামলা চালায় আমেরিকা।
লোহিত সাগরে ইয়েমেন উপকূলে ১৩ আগস্ট দুটি তেলের ট্যাঙ্কার জাহাজে হামলা হয়। ইয়েমেন দাবি করেছে, ওই হামলায় তেমন কোনও ক্ষতি হয়নি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রে ও ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস দাবি করেছে, ব্যাপক ভয়ংকর বিস্ফোরণ হয়েছিল তবে জাহাজ এবং ক্রু এখন নিরাপদে আছে। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সন্ত্রাস দল কিছু জানায়নি।
উল্লেখ্য, প্যালেস্টাইনের পক্ষ নিয়ে ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝে লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্রপথে ইরানের মদতপুষ্ট সংগঠন হাউথি সন্ত্রাস শুরু করে। লোহিত সাগরে ২০২৩-এর নভেম্বর থেকে হাউথিরা হামলা তীব্র করে চলেছে। এদিকে আবার হাউথিদের মিসাইল হামলার জেরে জুনের ১২ তারিখে লোহিত সাগরে এক গ্রিক জাহাজ ডুবে যায়। হাউথি তাদের সন্ত্রাসমূলক কাজ বন্ধ করছে না দেখে কোয়াড গোষ্ঠী একত্র হয়ে ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেয়।