আন্তর্জাতিক

মৃতের সংখ্যা ২০০০ পার! গৃহহীন ১২ লক্ষ, এখনও ধ্বংসস্তূপে লেবানন

The number of dead over 2000! 12 million homeless, Lebanon still in ruins

Truth Of Bengal : ইজরায়েলের হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ২,০১১ জনে পৌঁছেছে, এবং আহতের সংখ্যা ৯,৫৩৫ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে ১২৭ জন শিশু এবং ২৬১ জন মহিলা রয়েছেন। অনেক মানুষ ইতিমধ্যেই দেশ ত্যাগ করছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইজরায়েলি সেনাবাহিনী বেইরুট সহ লেবাননের ভেতরে প্রবেশ করেছে। বোমাবর্ষণ এবং গোলাগুলি অব্যাহত আছে। ইজরায়েলি সেনার আরবি ভাষার মুখপাত্র আভিচে আদরে বেইরুটের দক্ষিণে বুর্জ আল-বরাজনে এবং হারেত হরেইক এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ সেখানে হেজবোল্লার শিবির রয়েছে।

বেইরুটের বিভিন্ন এলাকায় জায়গা খালি করার নোটিস ঝোলানো হয়েছে। সেখানে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। বেইরুটের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। লেবাননের আকাশে ইজরায়েলি ড্রোন ঘুরছে। হেজবোল্লা জানিয়েছে, তারা ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। হেজবোল্লার দাবি, ইজরায়েলের উত্তরে কাফরিউফেল এলাকায় এবং লেবাননের খালেট উবের গ্রামে ইজরায়েলি সেনা মোতায়েন ছিল, এবং সেখানেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। তবে ইজরায়েলি সেনা কোনো হতাহতের খবর জানায়নি।

Disaster Risk Management Unit জানিয়েছে, বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের বিভিন্ন জায়গায় ইজরায়েলি ১৫৩টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। একই দিনে ৩৭ জন মারা গিয়েছেন, এবং ১৫১ জন আহত হয়েছেন। ইজরায়েলি হামলা থেকে নাগরিকদের বাঁচাতে লেবাননে ৯৩১টি আশ্রয়শিবির গড়ে তোলা হয়েছে, যেখানে প্রায় ১ লক্ষ ৭২ হাজার ১০০ মানুষ আশ্রয় নিয়েছেন। দেশে প্রায় ১২ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন।

Related Articles