ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস আধিকারিকের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ ও সিক্রেট সার্ভিস
The mysterious death of the Indian embassy official in Washington! Police and Secret Service investigating

Truth Of Bengal: ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের রহস্যমৃত্যু! চলতি মাসের ১৮ তারিখ সন্ধ্যায় উদ্ধার করা হয় ওই আধিকারিকের দেহ। এই ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল সৃষ্টি হয়েছে। ওই অধিকারী কে মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট। সেকারনে এটি খুন নাকি আত্মহত্যা তা জানতে চলছে তদন্ত। স্থানীয় ওয়াশিংটন পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিসের উপর এই তদন্ত ভার রয়েছে। ভারতীয় দূতাবাসের তরফ থেকে ওই অধিকারীকের পরিবারকে শোক জ্ঞাপন করা হয়েছে।
এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৮-ই সেপ্টেম্বর ভারতীয় দূতাবাসের মিশন প্রাঙ্গন থেকে ওই মৃত আধিকারিকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ওই অধিকারিক আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন দূতাবাস। শুক্রবার ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস এক বিবৃতি দিয়ে ওই বিষয়ে বলেন, ‘১৮ সেপ্টেম্বর দূতাবাসে এক আধিকারিকের দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহ দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের কথা বিবেচনা করেই ওই আধিকারিকের নাম এবং বাকি তথ্য গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দূতাবাসে তরফ থেকে মৃত আধিকারিক এর পরিবারকে গভীর সমবেদনা জানানো হয়েছে। ওয়াশিংটন পুলিশ ও সেক্টর সার্ভিস ঐ ব্যক্তি সমস্ত তথ্য জানার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে। তারাও আত্মহত্যার বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। এই ঘটনায় অন্য কোনো দিক রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছেন তাঁরা।