আন্তর্জাতিক

প্রাচীন মিশরীয় শিলালিপিতে প্রথম খোঁজ মেলে লিপ ইয়ারের

The Leap Year is first found in ancient Egyptian inscriptions

The Truth Of Bengal , Mou Basu : আজ, ২৯ ফেব্রুয়ারি। প্রতি ৪ বছর অন্তর আসে লিপ ইয়ার। বাংলায় লিপ ইয়ারকে বলে অধিবর্ষ। ২০২৪ সাল হল লিপ ইয়ার। ২০২০, ২০১৬, ২০১২, ২০০৮, ২০০২ সাল ছিল লিপ ইয়ার। ৩৬৫ দিনে বছর গণনা করা হয়। কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিনের কিছু সময় বেশি লাগে। নির্দিষ্ট ভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় লাগে। বাড়তি সময় যায় কোথায়।

প্রতি ৪ বছরে বাড়তি সময় মিলে প্রায় একদিন হয়ে যায়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যে বছরগুলোকে ৪ সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোকে লিপ ইয়ার বলা হয়। ৪ বছর অন্তর বছরে একদিন বেশি হিসাব করলে প্রতি ৪০০ বছর অন্তর ৩ দিন বেশি হয়। সমস্যার সমাধান করতে যে সব বছর ১০০ দ্বারা বিভাজ্য কিন্তু ৪০০ দ্বারা নয় তাদেরকে লিপ ইয়ার হিসাবে ধরা হয়। তাই ১৭০০, ১৮০০, ১৯০০ সাল লিপ ইয়ার নয় কিন্তু ১৬০০, ২০০০ সাল লিপ ইয়ার। লিপ ইয়ারের প্রবর্তন করেন জুলিয়াস সিজার।প্রাচীন মিশরীয় শিলালিপিতে প্রথম খোঁজ মিলেছিল লিপ ইয়ারের। মিশরের মরুভূমিতে ২২৬২ বছর পুরনো শিলালিপিতে প্রথম খোঁজ মিলেছে লিপ ইয়ারের।

৭ ফুট লম্বা ট্যানিস স্টেল আদতে লাইমস্টোন পাথর। নীল বদ্বীপ অঞ্চলে প্রাচীন মিশরীয় শহর ট্যানিস একদল জার্মান গবেষক ১৮৬৬ সালে প্রথম এই পাথরের খোঁজ পান। শিলালিপিতে হায়ারোগ্লিফিক্স ও ডেমোটিক স্ক্রিপ্ট (মিশরীয় ভাষা) ও প্রাচীন গ্রিক ভাষায় লেখা আছে। শিলাখণ্ডটি খ্রিষ্টপূর্বের ২৩৮ বছরে লেখা। ফারাও তৃতীয় প্লোটেমির আমলে লেখা ডিক্রি খোদাই করা হয়েছে শিলালিপিতে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক আদ্রিয়ান আলমাসি মার্টিন জানান, খ্রিষ্টপূর্ব ২ হাজার বছরে মিশরীয় ফারাওদের আমলে প্রথম খোঁজ মেলে লিপ ইয়ারের।

Free Access