ছেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে থাইল্যান্ড এর মহিলা রাজনীতিবিদ! স্বমীর হাতে ধরা পরলেন শেষমেশ

The Truth Of Bengal: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে থাকে। যেখানে ক্রমশ পেতে থাকে সেই মহিলার পরিচয়। জানা গেছে যে মহিলার ভিডিও ভাইরাল হয়েছে তিনি থাইল্যান্ড এর বহু জনপ্রিয় একজন রাজনীতিবিদ প্রপাপোর্ন চোইওয়াদকোহ। ৪৫ বছর বয়সী এই নেত্রীকে এদিন তাঁর সম্প্রতি দত্তক নেওয়া ২৪ বছর বয়সী ছেলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যায়। সূত্রের খবর যে, প্রপাপোর্ন এর দত্তক নেওয়া ছেলেটি একজন সন্ন্যাসী। যাকে দেখে চোইওয়াদকোহের মন খারাপ হওয়ার জেরে দম্পতি ওই সন্ন্যাসীকে দত্তক নেন। তবে কিছুদিন যাবত তাঁদের সম্পর্ক নিয়ে কিছুটা সন্দেহের মধ্যেই ছিলেন প্রপাপোর্ন স্বামী। এবং শেষমেশ প্রায় পাঁচ ঘন্টা গাড়ি চালিয়ে এসে হাতে নাতে প্রমাণ পান তাঁদের মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্কের।
ভিডিওটি এই মুহূর্তে থাইল্যান্ড সহ আশেপাশের বেশ কিছু দেশেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভিডিওটিতে দেখা যাচ্ছে স্বামীকে প্রশ্ন করতে (নিজস্ব ভাষায়) যে, “তোমরা দুজনে খুশি তো?” যেখানে প্রপাপোর্ন’কে বিষয়টিকে অস্বীকার করতে দেখা যায়, যে তাঁরা তাঁর স্বামী যেটা ভাবছেন সেটা করেনি। তাছাড়া দত্তক নেওয়া সন্ন্যাসীকেও জিজ্ঞেস করলে ফ্রা মাহা বলেন,”কিছুই হয়নি।”
চোইওয়াদকোহ একজন যথেষ্ট জনপ্রিয় নেত্রী থাইল্যান্ডের। বর্তমানে স্থানীয় চেম্বার অফ কমার্সের সভাপতির পদে নিযুক্ত ছিলেন এবং সঙ্গেই গতবছর মার্চ মাস থেকেই ডেমোক্র্যাট পার্টির সদস্য হয়েছিলেন। তবে এই ঘটনার পর দল থেকে আপাতত প্রপাপোর্ন’কে সাসপেন্ড করা হয়েছে।