আন্তর্জাতিক
ভয়াবহ ভূমিকম্প জাপানের মিয়াজাকিতে, জারি সুনামি সতর্কতা
Terrible earthquake hits Japan's Miyazaki, tsunami warning issued

The Truth Of Bengal: বৃহস্পতিবার কেঁপে উঠলো জাপান। জাপানের কিউশু অঞ্চলে মিয়াজাকি প্রিফেকচার উপকূলে এই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে ৭.১.মাত্রায় ভূমিকম্পটি ঘটে। স্থানীয় সময় অনুযায়ী আনুমানিক বিকেল চারটে তেতাল্লিশ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি হয় । এই ভূমিকম্প হওয়ার ফলে সেখানে সুনামি সর্তকতা জারি করা হয়েছে ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
7.1 Earthquake Hits in Miyazaki, Japan#earthquake #sismo #terremoto #temblor #quake #tsunami
Long Version:https://t.co/9EELduRvLC pic.twitter.com/UFCThLxNkh— Meteor News (@FishNewsChannel) August 8, 2024