মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি সফর শেখ হাসিনার
Sheikh Hasina's visit to New Delhi to attend Modi's swearing-in ceremony

The Truth of Bengal: ভারতে সদ্য সমাপ্তি ঘটেছে লোকসভা নির্বাচনের। এনডিএ বনাম ইন্ডিয়া জোটের লড়াইয়ের ফলস্বরূপ হিসেবে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। আগামী শনিবার অর্থাৎ, ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন মোদি। আর এবার সেই মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই নয়াদিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার দফতরের তরফে বলা হয়েছে- ” প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।
” উল্লেখ্য, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন। প্রসঙ্গত, ২৪-র লোকসভা নির্বাচনে ৪০০ পারের স্লোগান দিয়ে নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন মোদি। যদিও, ইন্ডিয়া জোটের কাছে বড়সড় ধাক্কা খেতে হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে।
২৯২টি আসনে এনডিএ জয় পেলেও, বিজেপির দৌড় ২৪০-এ থেমে যায়। অপরদিকে, একক সংখ্যাগরিষ্ঠা নিয়ে সরকার গঠনের চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় ইন্ডিয়া জোটের শরিকি দলগুলো। অতঃপর, এনডিএ জোটের অভ্যন্তরে থাকা একাধিক সমস্যা নিয়েই ফের একবার প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন মোদি। তবে, অতীতেও দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখতে এর আগেও ভারত সফরে এসেছেন শেখ হাসিনা। আর এবারও সেই সৌজন্যতা রক্ষার্থেই মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।