আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়ংকর বাস দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজন পড়ুয়া

Several students were killed in a terrible bus accident in Indonesia

The Truth Of Bengal: ইন্দোনেশিয়ায় বাসের যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ধাক্কা মারে একটি মোটর সাইকেলে! এবং গোটা ঘটনার জেরে মোট ১১ জনের মৃত্যু সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলেই সূত্রের খবর। এদিনের দুর্ঘটনার জেরে মৃত ১১ জনের মধ্যে বেশি সংখ্যকই ছাত্র। এদিনে এই ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের দুর্ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়িয়ে সেই এলাকায়। কারণ এটাই প্রথমবার নয়, গতবছর পূর্ব জাভাতে আরও এক বাস দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন পর্যটক।

এদিনের দুর্ঘটনার জেরে পশ্চিম জাভা পুলিশ ইতিমধ্যেই তাঁদের তদন্ত শুরু করেছেন সঙ্গে তাঁদের জিজ্ঞেস করা হলে পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র আব্রাহাম জানিয়েছেন যে, বাসটি এদিন ৬১ জন শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে গভীর রাতে ফিরছিল ছাত্রদের গ্রাজুয়েট হওয়ার আনন্দে ও সেলিব্রেশনের পর ডেপোকের একটি হাইস্কুলে। কিন্তু তার মাঝেই এই বিপত্তি। যা একপ্রকার আনন্দের মধ্যেই বিষাদের জন্ম দেয়।

সূত্রের খবর, ঢালু রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিন বাসটি প্রথমে নিজের নিয়ন্ত্রণ হারায় এবং একাধিক গাড়ি ও পরে একটি বাইকেও ধাক্কা মারে। এরপর সোজা একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। যার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান নয় জন এবং দুজনকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে নয়জন ছাত্র সহ একজন শিক্ষক ও অন্য আরেকজন সেই বাইক চালক বলেই জানা গেছে।

Related Articles