নিজের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার রংপুরের আইনজীবীর
Rangpur lawyer's body found in his own home

Truth of Bengal: রংপুর নগরের মুলাটোল এলাকায় নিজ বাড়ি থেকে মোস্তাকিম ইসলাম (৩৭) নামে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি রংপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল ব্যাঙ্ক কলোনি এলাকার বাসিন্দা। মোস্তাকিম ইসলামের বাবা খাদেমুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা। তাঁর মা নেই। তিনি স্ত্রী রিমু বেগমকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে থাকতেন। একই বাড়ির অন্যদিকে তাঁর বাবা-সহ অন্য ভাইয়েরা আলাদাভাবে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, ‘রাত একটার পর খবর পেয়ে আমরা ওই বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে দেখি, আইনজীবী মোস্তাকিমের মরদেহ মেঝেতে পড়ে ছিল। সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, মরদেহ উদ্ধারের সময় মোস্তাকিমের গলায় ফাঁস দেওয়ার ক্ষতচিহ্ন ছিল। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।