
The Truth of Bengal: ভয়ংকর বন্যার সম্মুখীন উত্তর কোরিয়া। বন্যায় নিহত হয়েছেন বহু মানুষ। এই কঠিন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানকে সান্ত্বনা দিয়ে বার্তা পাঠিয়েছেন, ”আপনি সর্বদা আমাদের সাহায্য ও সমর্থনের উপর নির্ভর করতে পারেন।”
জানা গিয়েছে পুতিন টেলিগ্রামে কিমকে লিখেছেন, ”ঝড়ের কবলে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের আমার তরফ থেকে সমবেদনা জানাবেন।” কিমের প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রককে মস্কোর তরফ থেকে সমবেদনার বার্তা পাঠানো হয়েছে। কিম জানিয়েছেন, যদি তাঁরা ত্রাণ নেন তাহলে সেটা ‘সত্যিকারের বন্ধু’র থেকেই নেবেন।
সম্প্রতি কিছু দিন ধরে ভারী থেকে অতিভারি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়ার নানা প্রান্ত। তার পর আছড়ে পড়ে ঝড় গায়েমি, যার জেরে বৃষ্টিপাতের তিব্রতা আরও বেড়ে যায়। বেশ কিছু এলাকায় ভূমিধসেরও ঘটনা ঘটে। গত সপ্তাহেই কিম তার দেশের রাজধানী পিয়ংইয়ং থেকে শুরু বিভিন্ন বন্যা কবলিত এলাকাইয় স্পিড বোটে চেপে চারিদিক ঘুরে দেখে এই পরিস্থিতিতে সমস্ত ধরনের জরুরি ব্যবস্থাপনা নেওয়ার কথা জানিয়েছেন। উত্তর কোরিয়াতে প্রতি বছর এসময় বর্ষাকাল থাকে। দক্ষিণ কোরিয়াতেও গায়েমি’র প্রভাব পড়েছে। ভারী বৃষ্টি-ভূমিধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেদেশও। ভেঙে পড়েছে বহু বাড়ি।