
The Truth of Bengal: সাগরপথে ফিলিস্তিনে ত্রাণ পাঠাতে গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণে যুক্তরাষ্ট্র। সামরিক জাহাজ রওনা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এর তরফে এ কথা জানানো হয়েছে। গত শনিবার মার্কিন সামরিক বাহিনীর জাহাজ জেনারেল ফ্রাঙ্ক এস ব্যাসন গাজা উপকূলের উদ্দেশে আমেরিকা থেকে রওনা হয়।
গত বৃহস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ জোরদারে উপত্যকাটির উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা করেন বাইডেন।গাজায় নির্বিচার হামলা শুরুর প্রথম থেকেই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। এরই মধ্যে গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিলেন তিনি।
তবে সমুদ্রপথে গুরুত্বপূর্ণ মানবিক ত্রাণসহায়তা সরবরাহে একটি ভাসমান ঘাট এবং এর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক থেকে দুই মাস পর্যন্ত সময় লাগতে বলে ধারণা করা হচ্ছে।