আন্তর্জাতিক

আলিঙ্গনে লিপ্ত পোপ ফ্রান্সিস-নরেন্দ্র মোদি, ফ্রান্সিসকে ভারতে আসার আমন্ত্রণ মোদি

Pope Francis-Narendra Modi embrace, Modi invites Francis to visit India

The Truth of Bengal: ইটালিতে জি৭ সম্মেলনের মাঝে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা নরেন্গ্র মোদির। পোপকে আলিঙ্গন করে ভারতে আসার জন্য আমন্ত্রন করেন প্রধানমন্ত্রী। আগামী বছরই পোপ ফ্রান্সিসের ভারতে আসার জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবারই তিন দিনের সফরে ইটালি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্দেশ্য ইটালির জি৭ সম্মেলনে যোগদান। তবে আন্তর্জাতিক এই সম্মেলনে যে শুধু গুরুগম্ভীর বিষয় নিয়েই রাষ্ট্রনেতারা আলোচনায় লিপ্ত হন, তা নয়। এটা একপ্রকারের জনসংযোগও, যে মঞ্চ থেকে সম্পর্কের উন্নতিও ঘটতে পারে।

এই নিয়ে তৃতয়বারের জন্য দেশের মসনদে বসলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গেই তিনি উড়ে গেলেন ইটালিতে। এবারের জি৭ সম্মেলন রয়েছে ইটালিতেই। ভারতে লোকসভা নির্ভাচন মিটতে না মিটতেই জি৭ সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিলেন ইটালির প্রধানম্ত্রী। তাঁর সেই আমন্ত্রনে সাড়া দিয়েই ওই জি৭ সম্মেলনে যোগদান করতে ইটালি পৌঁছন নরেন্দ্র মোদি।

শুক্রবার নরেন্দ্র মোদির উপস্থিতি লক্ষ করে একেবারে দেশি ভঙ্গিতে নমস্কার জানান জর্জিয়া মেলোনি। তবে কেবলমাত্র করমর্ধনেই থেমে থাকেননি তিনি। আলিঙ্গনেও লিপ্ত হন দুজন। এদিনের এই সাক্ষাতপর্বই বিশেষভাবে সংবাদমাধ্যমের নজর কেড়ে নেয়। এই সাক্ষাতপর্বের মাঝেই নরেন্দ্র মোদি পোপ ফ্রান্সিসকে আমন্ত্রন জানান ভারতে আসার জন্য। আর সেইসঙ্গে আগামী বছরই পোপ ফ্রান্সিসের ভারতে আসার জল্পনা শুরু হয়েছে।

Related Articles