আন্তর্জাতিক

স্বর্ণপদক জয়ী আরশাদ নাদিমকে ‘অল্টো’ উপহারের ঘোষণা দিয়ে ট্রোল হলেন পাকিস্তানী ব্যবসায়ী

Pakistani businessman gets trolled for announcing 'alto' gift to gold medalist Arshad Nadeem

Truth Of Bengal: বিশ্ব রেকর্ড গড়ে প্যারিস অলিম্পিকে দেশকে প্রথম ব্যক্তিগত সোনা এনে দিয়েছেন পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার খেলোয়াড় আরশাদ নাদিম। নাদিমের হাত ধরেই বিগত ৪০ বছরে প্রথম সোনার পদক এসেছে পাকিস্তানে। আর অলিম্পিকে এই রেকর্ড গড়ার পড়ে কোটি কোটি টাকার পুরস্কারে আরশাদের ঝুলি ভরেছে ইতিমধ্যেই। এরই মাঝে তাঁকে সস্তার গাড়ি উপহার দিতে চেয়ে সমালোচনার মুখে পড়েছেন বিখ্যাত পাকিস্তানি ব্যবসায়ী।

বিশ্বজয় করার পরেই অভিনন্দন ও উপহারে ভাসছেন আরশাদ নাদিম। তিনি শুধু একবার নয়, দু-দুবার নব্বইয়ের ঘর অতিক্রম করেছেন। আর জামাইয়ের এই ঐতিহাসিক কৃতিত্বে পরেই উচ্ছ্বসিত নাদিমের শ্বশুরমশাই মহম্মদ নওয়াজ। নিজেদের গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে আরশাদ নাদিমকে দিলেন এক বিশেষ উপহার। নাদিমকে উপহারস্বরূপ তাঁর হাতে একটি মোষ তুলে দিলেন মহম্মদ নওয়াজ। তিনি জানান,তাঁদের মধ্যে এই মোষ দেওয়ার প্রচলনকে অত্যন্ত সম্মানীয় উপহার বলে গণ্য করা হয়।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নাদিমকে সুজুকি অল্টো গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করতেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ী। ব্যবসায়ীসৈয়দ জাফর আব্বাস জাফরি নাদিম দেশে ফিরলেই তাঁকে একটি নতুন অল্টো গাড়ি দেবেন।যার জেরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই নেটিজেনরা এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন। অনেকে বলেছেন যে, স্বর্ণপদক বিজয়ী আরও বিলাসবহুল উপহার পাওয়ার যোগ্য। অনেকে বলেছেন, “এটি একটি অপমানজনক বিষয়। তিনি একটি BMW বা অডি প্রাপ্য।” “এটা খুবই সস্তা এবং তার মত একজন স্বর্ণজয়ী ক্রীড়াবিদদের জন্য অপমানজনক উপহার…এটা নিয়ে আপনি কিভাবে এত খুশি হতে পারেন?”