আন্তর্জাতিক
Trending

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযান, অভিযোগ যুক্তরাষ্ট্রের

Operation against commercial ships in Red Sea, US alleges

The Truth OF Bengal: লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনায় ইরান ‘ঘনিষ্ঠভাবে জড়িত’ বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য ইরানের গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ছিল।

শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। তবে লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইরান অস্বীকার করেছে।গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও আশপাশের নৌসীমায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর জেরে অনেক জাহাজই পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা আগেই বলেছিল, গাজা উপত্যকায় খাদ্য ও ওষুধ ঢুকতে না দিলে ইসরায়েলি বন্দরমুখী যেকোনো জাহাজে হামলা চালাবে তারা।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেন, ‘আমরা জানি, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত। বিষয়টি এই অঞ্চলে হুতিদের অস্থিতিশীল কর্মকাণ্ডে ইরানের দীর্ঘমেয়াদি সহায়তা ও মদদ দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুতিদের চালানো হামলাকে ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জ’ অভিহিত করে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আরও বলেন, এর মোকাবিলায় সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতে সহায়তা দেওয়ার লক্ষ্যে ২০টি দেশের একটি ‘নৌজোট’ ঘোষণা করেছে। এ জোটভুক্ত কিছু দেশ বলেছে, জাহাজ চলাচলের বাণিজ্যিক পথ সুরক্ষার জন্য চালানো অভিযান বিদ্যমান নৌচুক্তির অংশ হিসেবে পরিচালিত হতে হবে।

Free Access

Related Articles