চুরির দায়ে নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রীর পদত্যাগ,
Norway's Research and Literacy Education Minister Resigns Over Plagirism

The Truth Of Bengal: নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী সান্দ্রা বোর্চ পদত্যাগ করেছেন। তিনি স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুই শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তি করেছেন। এর দায়ে তিনি নিজ পদ থেকে সরে দাঁড়ান।
স্নাতকোত্তরের থিসিসে অন্য শিক্ষার্থীদের গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান স্যাড্রা। তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সসি স্যান্ড্রা বোর্চ বলেন, ‘তিনি একটি বড় ভুল করেছেন। সূত্র উদ্ধৃত না করেই তিনি অন্যদের গবেষণাকাজের লেখা ব্যবহার করেছেন। তিনি এবিষয়ে দুঃখ প্রকাশ করেন।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রথম সবার নজরে আনেন এক শিক্ষার্থী। তিনি লেখেন, এক শিক্ষার্থীর গবেষণা থেকে সান্দ্রা বোর্চ হুবহু শব্দ নিয়ে নিজের গবেষণাকর্মে ব্যবহার করেছেন। এরপর সান্দ্রার চৌর্যবৃত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে নরওয়ের বিভিন্ন গণমাধ্যম। ২০১৪ সালে সান্দ্রার স্নাতকোত্তরের গবেষণা প্রবন্ধের সঙ্গে দুই শিক্ষার্থীর গবেষণার মিল থাকলেও তিনি রেফারেন্স হিসেবে তাঁদের নাম ব্যবহার করেননি। গত সপ্তাহে অভিযোগকারী শিক্ষার্থীর করা মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সান্দ্রা বোর্চ। তবে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসে পদত্যাগের কথা জানান। ২০২১ থেকে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত নরওয়ের কৃষিমন্ত্রী ছিলেন সান্দ্রা। সেন্টার পার্টির এই সদস্যকে ২০২৪ সালে উচ্চশিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি স্নাতকোত্তর ডিগ্রির জন্য তেল শিল্পের নিরাপত্তা নিয়ে গবেষণা করেছিলেন বলে জানাগিয়েছে। সম্প্রতি বিভিন্ন বিতর্কের জেরে নরওয়ে সরকারের বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।
Free Access