অনুষ্ঠান চলাকালীন ভেঙে পড়ল নাইট ক্লাবের ছাদ, মৃত ৭৯, আহত বহু
Night club roof collapses during event, 79 dead, many injured

Truth Of Bengal: ডোমিনিকান রিপাবলিকের সেন্ট ডোমিঙ্গো শহরের একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ‘সেট জেট’ নামের নাইট ক্লাবে একটি সঙ্গীত অনুষ্ঠানের সময় হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। এতে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৬০ জন।
❗️🇩🇴 – The death toll from the roof collapse at the Jet Set nightclub in Santo Domingo, Dominican Republic, has risen to 66, according to Juan Manuel Méndez, director of the Emergency Operations Center.
Over 150 people have been injured, and rescue efforts continue with… pic.twitter.com/qu9TNey0yu
— 🔥🗞The Informant (@theinformant_x) April 9, 2025
প্রসিদ্ধ সংগীত শিল্পী রাবি পারেন-এর কনসার্ট চলাকালীন শত শত মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আচমকা ছাদ ভেঙে পড়ায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। এখনও শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে জানা গেছে।
উদ্ধারকারীদের প্রধান জুয়ান মেনুয়েল মেন্ডেজ জানিয়েছেন, প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা শেষ মানুষটিকে উদ্ধার না করা পর্যন্ত থামব না।”
এই দুর্ঘটনায় ডোমিনিকান রিপাবলিকের মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজোও মারা গেছেন। তিনি দেশের প্রখ্যাত প্রাক্তন বেসবল তারকা নেলসন ক্রুজোর বোন। ছাদ ভেঙে পড়ার পর তিনি রাষ্ট্রপতিকে ফোন করে নিজের অবস্থার কথা জানান। পরে তাঁকে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসার সময় মৃত্যু হয় তাঁর।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গানের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ছাদ ভেঙে পড়ছে এবং চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে।
দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং উদ্ধারকাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে।