১০০০ পার, জোড়া ভূমিকম্পে ‘মৃত্যুপুরী’ মায়ানমার
Myanmar Earthquake: Death toll jumps to 694 dead

Truth Of Bengal: মাত্র ৭ মিনিটের ব্যবধানে পরপর দুবার ভূমিকম্পে ‘মৃত্যুপুরী’ মায়ানমার। উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১, ০০২জন। আহত প্রায় ২ হাজার । এই অবস্থায় মায়ানমারে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত। শুধু তাই নয় পড়শি দেশের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন।
Myanmar-Bangkok Earthquake 1,000 killed,aid from India arrives.
— IndianPressTrustNagpur (@IPTNagpur) March 29, 2025
শুক্রবার স্থানীয় সময় ১২ টা ৫০মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের একাধিক অংশ। এই ভয়াবহ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। এই জোড়াল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাই শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পশ্চিম অঞ্চল। এবং এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব মায়ানমার ছাড়িয়ে থাইল্যান্ড, চীন, ভারত ও বাংলাদেশেও অনুভূত হয়েছে।
Atouching moment during the tragedy:
The earthquake in Myanmar was felt in Ruili, Yunnan, China, where two nurses at Jingcheng Hospital’s maternity center were seen shielding infants: pic.twitter.com/xDNqPAb9tt— China in Pictures (@tongbingxue) March 28, 2025
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভূমিকম্পের বেশ কিছু ভিডিও। যা দেখে রীতিমতো শিউরে উঠছে নেটিজেনরা। ভেঙে পড়েছে মসজিদ। মান্দারণ শহরে অবস্থিত সেই মসজিদের ভিতর সেই সময় নামাজ পড়ছিলেন অনেকেই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। সেই সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে।
Mandalay’s historic Shwe Boan Shein Mosque, in Myanmar destroyed. Dozen dead or missing inside. #earthquake pic.twitter.com/dBGiMeCHhx
— Anonymous (@YourAnonCentral) March 28, 2025