অব্যাহত মিসাইল হামলা, ইজরায়েলের পাল্টা হানায় নিহত হেজবোল্লার শীর্ষ কমান্ডার
Missile attacks continue, top Hezbollah commander killed in Israeli counterattack

Truth Of Bengal: ইজরায়েল সম্প্রতি হেজবোল্লার এক শীর্ষ কমান্ডারকে নিকেশ করে বড় সাফল্য অর্জন করেছে। ইজরায়েলি সেনা জানিয়েছে, লেবাননের জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ কমান্ডার সোহিল হুসেন হুসেইনি ক্ষেপণাস্ত্র হানায় নিহত হয়েছেন। ইজরায়েল লাগাতার হেজবোল্লার প্রধান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে হেজবোল্লার প্রধান হাসান নাসরাল্লাও মারা গেছেন।
ইজরায়েলি সেনা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, “সোহিল হোসেন হুসেইনির মৃত্যু হয়েছে। তিনি হেজবোল্লার প্রধান হেডকোয়ার্টারের প্রধান ছিলেন। গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে বেইরুটের নির্দিষ্ট কয়েকটি এলাকায় আইডিএফ আকাশ পথে হামলা চালিয়েছে, যাতে সোহিল নিহত হন।” বেইরুটে সোমবারের ইজরায়েলি হামলা নিয়ে হেজবোল্লার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইজরায়েল হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। হাসান নাসরাল্লার মৃত্যুর পর, তার উত্তরসূরি হাশেম সফিউদ্দিনকে নিকেশ করার জন্য ইজরায়েল তৎপর হয়েছে। গত বুধবার রাত থেকে বেইরুটের হেজবোল্লা ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ফৌজ। হাশেম সেই সময় হেজবোল্লার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ছিলেন। তবে হাশেমের মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত নয়।
ইজরায়েলি হামলার পর হাশেমের খোঁজ পাওয়া যাচ্ছে না। লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দানিয়েহর যে এলাকায় সফিউদ্দিন বাঙ্কারে লুকিয়ে ছিলেন, সেখানে ইজরায়েলের মিসাইল আছড়ে পড়েছে। উদ্ধারকারীদের সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না। লেবাননে হামলার পর ইজরায়েল নিজেও ‘সাফল্য’ নিয়ে ধন্ধে রয়েছে। নাসরাল্লার উত্তরসূরি বেঁচে আছেন কিনা, তা তেল আভিভের কাছে অজানা। এর মধ্যেই ইজরায়েলি সেনা হেজবোল্লার এক অন্যতম কমান্ডারকে নিকেশ করেছে।