আন্তর্জাতিক

সিডনির শপিংমলে ছুরি হাতে তাণ্ডব হামলাকারীর, এলোপাথাড়ি কোপ, গুরুতর জখম বহু মানুষ

Militant attack on Sydney shopping center, gun battle with police

The Truth of Bengal:অস্ট্রেলিয়া সিডনিতে বড়সড় হামলা। একটি শপিংমলে এই হামলার ঘটনা ঘটে। সেই সময় শপিংমলে উপস্থিত ছিলেন বহু মানুষ। সিডনির পূর্ব শহরতলীর এই শপিংমলে সেই সময় ব্যস্ত সময়ে বহু ক্রেতা উপস্থিত ছিলেন। এক দুষ্কৃতি ছুরি হাতে ঢুকে পড়ে ওই শপিংমলে। তারপর বেপরোয়া হয়ে ওঠে। শপিংমলে কেনাকাটা করতে আসা নাগরিকদের উপর হামলা চালায়। যে সামনে পড়েছে কেউ ছাড় পাননি। রক্তাক্ত হন সেখানে উপস্থিত নাগরিকরা। এই হামলার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। হামলাকারীকে প্রতিহত করতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। একজন গুলিবিদ্ধ হন। ওই শপিং মলে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে। পুলিশ বাহিনী আসার পর ওই শপিংমলের কেনাকাটা করতে আসা ক্রেতাদের বাইরে নিয়ে আসা হয়। ওই শপিংমলের বাইরেও উদ্বিগ্ন মানুষের ভিড় জমে যায়।

হামলাকারী একাই ছিল না তার সঙ্গে আরও অনেকে ছিল তদন্ত করে দেখছে পুলিশ। জরুরি ভিত্তিতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছেছে ঘটনাস্থলে। ছুরিকাহত ব্যক্তিদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই দুষ্কৃতি কি উদ্দেশ্য নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল এবং কেনই বা এলোপাথারি ছুরি চালায় তা তদন্ত করে দেখছে পুলিশ। এর পিছনে কোন জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কোন ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা দুষ্কৃতি ঘটিয়েছে কিনা তাও তদন্তের বিষয়। দুষ্কৃতিকারী সুস্থ না মানসিক অবসাদগ্রস্থ তাও তদন্তে খতিয়ে দেখছে পুলিশ। ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে জরুরি ভিত্তিতে প্রশাসনিক তৎপরতা চলছে। এটি সিডনির পূর্ব শহরতলির একটি ব্যস্ত শপিং সেন্টার। সেই সময় কেনাকাটার জন্য বহু মানুষের ভিড় ছিল। হামলাকারী একাধিক লোককে ছুরিকাঘাত করকরে।

Related Articles