ভারতীয় পর্যটকদের মালদ্বীপমুখী করতে দেশে মালদ্বীপ পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল
Maldives Tourism Minister Ibrahim Faisal is in the country to attract Indian tourists to Maldives

The Truth Of Bengal: ভারতীয় পর্যটকদের আবারো মলদ্বীপমুখী করতে ভারতে আসছেন ওদেশের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল। ‘ওয়েলকাম ইন্ডিয়া’র অধীনে কয়েকটি পর্যটন রোড-শো’র সিরিজ শুরু করা হবে, এমনই জানা গিয়েছে। ভারতের তিনটি প্রধান শহরে রোড শো করা হবে, ভারতীয় ভ্রমণকারীদের সম্মুখে মলদ্বীপকে এক অন্যতম সময় কাটানোর গন্তব্যস্থল হিসেবে তুলে ধরাই হল এই রোড শো অনুষ্ঠানের লক্ষ্য।
মঙ্গলবার মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল দিল্লিতে রোড শো করবেন। তারপর অগাস্ট-এর ১ তারিখে মুম্বইতে থাকবেন তিনি। সেখানেও ওই একই রকমের রোড শো করার কথা আছে। সবশেষে ৩ অগাস্ট বেঙ্গালুরুতে রোড শো করবেন মলদ্বীপের পর্যটনমন্ত্রী। মলদ্বীপের পর্যটনমন্ত্রী গত মে মাসে ভারতীয় পর্যটকদের কাছে মলদ্বীপ ঘুরতে যাওয়ার আর্জি জানিয়েছেন। পর্যটকদের জন্য তাঁর বার্তায় তিনি লিখেছেন, ‘দয়া করে মলদ্বীপে ঘুরতে আসুন। আমাদের দেশ পর্যটনের উপর নির্ভরশীল।’
ভারতীয় পর্যটকদের অন্যতম ছুটি কাটানোর জায়গা হল মলদ্বীপ। অথচ ২০২৪-এর প্রথম কয়েক মাসে ভারতীয় পর্যটকদের সংখ্যা এক ধাক্কায় ৪% কমে গিয়েছে ওদেশে। এই নভেম্বরে মলদ্বীপে ক্ষমতায় এসেছেন চিনপন্থী হিসাবে পরিচিত মহম্মদ মুইজ্জু। ভারতীয় পর্যটকদের এত এত ঘাটতি ভাবিয়ে তুলেছে মুইজ্জু সরকারকে। মুইজ্জু সরকার এ প্রকল্পের মাধ্য দিয়ে সেই ঘাটতি মিটিয়ে পর্যটকদের মলদ্বীপমুখী করতে উদ্যোগী।