কূটনৈতিক বিরোধের জেরে পূর্বনির্ধারিত সফর বাতিল,চীনকে পর্যটক পাঠানোর আহ্বান
Maldives President ON China

The Truth of Bengal: ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজু। সেখানে গিয়ে তিনি মালদ্বীপে আরও বেশি বিনিয়োগ ও চীনা পর্যটক পাঠাতে বেইজিংকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অবমাননাকর’ মন্তব্য করার জেরে মালদ্বীপের তিন মন্ত্রীকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। সব মিলিয়ে কূটনৈতিক বিরোধ দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে।
বিরোধ শুধু কূটনীতিতে সীমাবদ্ধ থাকেনি। মালদ্বীপের পর্যটনকেন্দ্রগুলোয় পূর্বনির্ধারিত সফর বাতিল করছেন অনেক ভারতীয়। এর পরিপ্রেক্ষিতে চীনকে আরও বেশি পর্যটক পাঠানোর কথা বললেন মইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট পাঁচ দিনের সফরে চীনে রয়েছেন। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে দেশটির ফুজিয়ান প্রদেশের মালদ্বীপ বিজনেস ফোরামে বক্তব্য দেন রাখেন। বক্তব্যে তিনি চীনকে দ্বীপরাষ্ট্রটির ‘ঘনিষ্ঠ মিত্র’ উল্লেখ করে আরও বেশি পর্যটক পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘চীন আমাদের ঘনিষ্ঠ মিত্র ও উন্নয়ন অংশীদার।’ চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের প্রশংসা করেন তিনি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৪ সালে এই প্রকল্প গ্রহণ করেছিলেন। মইজ্জু বলেন, এর আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অভিজ্ঞতা অর্জন করেছে মালদ্বীপ। মইজ্জু আরও বলেন, ‘করোনার আগে চীন ছিল আমাদের এক নম্বর বাজার। সেই অবস্থান ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানান মইজুল।’