পোষ্যকে লেলিয়ে প্রেমিকের ৯ বছরের মেয়েকে খুন! গ্রেফতার মহিলা
Lover's 9-year-old daughter killed by petting! Arrested woman

Truth of Bengal: প্রেমিকের ৯ বছরের মেয়েকে খুন! মার্কিন মুলুকে এমনই অভিযোগে গ্রেফতার হয়েছেন এক মহিলা। অভিযোগে বলা হয়েছে, নিজের পোষ্য কুকুরকে লেলিয়ে এক মহিলা তার প্রেমিকের মেয়েকে খুন করেছেন। ফ্লোরিডার এক চিকিৎসক দল রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। নিহত শিশুটির নাম জামাইরা সেশনস। আর অভিযুক্তের নাম টিশেল এলিস মার্টিন।
১৭ জুন প্যারামেডিক্স দলের কাছে অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক বাচ্চা মেয়েকে পাওয়া গিয়েছে বলে খবর আসে। অভিযুক্তের বাড়ির কাছাকাছি থেকেই বালিকাটির দেহ উদ্ধার করা হয় আর তার পরেই মৃত বলে ঘোষিত হয় ৯ বছরের শিশুটি। নিহতের বাবার কিছুদিন সেখানে উপস্থিত ছিলেন না, তাঁর কাছে এ সংবাদ এক্কেবারে অবিশ্বাস্য। তাঁর প্রেমিকা তাঁকে সপ্তাহখানেক আগেই জানিয়েছে যে, শিশুটিকে তার মা নিজের কাছে নিয়ে গিয়েছেন। ময়নাতদন্তের পর নিহত শিশুর শরিরে কুকুরের দংশনের একাধিক চিহ্নের কথা প্রকাশ্যে আসে। তবে তদন্তকারীরা এই ঘটনাকে খুন বলে স্বীকার করতে অস্বীকার করেছিলেন।
এদিকে তদন্ত শুরুর মাসখানেক পর একটি সিসিটিভি ফুটেজ সম্মুখে আসতে তদন্তকারীদের কাছে সবটাই স্পষ্ট হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, ওই ৯ বছরের একরত্তি মেয়ের দিকে নিজের পোষ্য রটওয়েলার কুকুরকে লেলিয়ে দিচ্ছে ৩৪ বছরের অভিযুক্ত মার্টিন। শিশু নিগ্রহ, খুন ও শিশুকে অবহেলা করার অভিযোগ করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই খুদের উপর প্রায়ই ভয়ংকর মারধর করতেন অভিযুক্ত।