আন্তর্জাতিক

আর্থিক সঙ্কট মেটাতে নয়া উদ্যোগ কিমের

North Korea

The Truth of Bengal: করোনার পর থেকেই উত্তর কোরিয়া  তীব্র আর্থিক সঙ্কটে ভুগছে । দেশের বহু মানুষ খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে উত্তর কোরিয়ায়। এর মধ্যে জিনিসপত্রের দাম ক্রমশ বাড়িয়েই চলেছে কিম সরকার। এই নিয়ে বহু স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়ার পশ্চিম সমুদ্রে নিকটবর্তী এলাকায় একটি নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্তু এর পরেই করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পরে সেই কাজ।

এই পরিস্থিতিতে কিম জনের নয়া কৌশল। পর্যটন শিল্পের প্রতি জোর দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার কিম জং উন। বিদেশি মুদ্রা আসলে দেশের অর্থনৈতিক দিক অনেকাংশে উন্নতি করবে বলে ধারনা কিমের। এই কারণে ২০২৪ সালের শুরু থেকেই উত্তর কোরিয়ায় তৈরি হতে চলেছে একাধিক বিলাসবহুল হোটেল ও রিসোর্ট। আগামী বছর ক্রিসমাসের সময় সমুদ্র রিসোর্ট গুলির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

একই সঙ্গে দেওয়া হবে ব্রিটেন সহ বহু দেশের ভিসাও। প্রকল্প স্থান গুলিতে কিম নিজে গিয়ে নির্মীয়মাণ হোটেল গুলি খতিয়ে দেখছে । উত্তর কোরিয়াকে পর্যটন শিল্পের সেরা কেন্দ্রবিন্দু বানাতে বিশেষ আকর্ষণীয় পর্যটন প্যাকেজ ঘোষণার কথা পরিকল্পনা করছে কিমের দেশ। এখন পর্যটনে কিমের দেশ পর্যটকদের আকর্ষণ করতে পারবে কিনা সেটাই দেখার।

Related Articles