জনমত সমীক্ষায় ট্রাম্পের তুলনায় এগিয়ে কমলা হ্যারিস
Kamala Harris ahead of Trump in opinion polls

Truth Of Bengal: দোরগোড়ায় কড়া নাড়ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে সামনে এলো একটি সাম্প্রতিক জনমত সমীক্ষা। এই নির্বাচনের দৌড়ে ভোটাররা কমলা হ্যারিসকেই সামনের সারিতে এগিয়ে রাখতে চাইছেন। এমন ইঙ্গিতই মিলেছে সাম্প্রতিক জনমত সমীক্ষায়।
নির্বাচন আর দেরি নেই। তবে তার আগে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে ট্রাম্প এই মুহুর্তে সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে। গত ১০ সেপ্টেম্বর রিপাবলিকান দলের প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো আয়োজিত একটি বিতর্ক সভায় অংশ গ্রহণ করেছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
সেই বিতর্ক সভার পর এই প্রথম জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসে। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনলাইনে এই সমীক্ষা করা হয়েছিল বলে জানা গেছে। প্রকাশিত ওই সমীক্ষার ফল বলছে, হ্যারিসের ঝুলিতে ৫২ শতাংশ ভোট অপরদিকে ট্রাম্পের ঝুলিতে মাত্র ৪৬ শতাংশ ভোট। তবে ২ শতাংশ ভোটার কোন পক্ষকে ভোট দেবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।
তবে বেশিরভাগ ভোট যে হ্যারিসের দিকেই যাবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে বেশ কিছু দিক থেকে ট্রাম্প ও হ্যারিস দুই পক্ষই এগিয়ে রয়েছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ট্রাম্পের উপরে ভরসা করতে চাইছে মোট ৪৬ শতাংশ সাধারণ মানুষ।
অপর দিকে মাত্র ৩৯ শতাংশ সাধারণ মানুষ ভরসা করতে চাইছে হ্যারিসের উপরেই। তবে বেআইনি অভিবাসন সমস্যা মোকাবিলার ক্ষেত্রেও কমলার চাইতে ট্রাম্পের উপরেই বেশি ভরসা করতে চাইছে ভোটাররা।