আন্তর্জাতিক
Trending

জাপানের নভোযান ‘মুন স্নাইপার’এর চাঁদে অবতরণ, তবে ফুরিয়ে আসছে বিদ্যুৎশক্তি, 

Japanese spacecraft 'Moon Sniper' lands on moon, but runs out of power

The Truth Of Bengal: জাপানের নভোযান ‘মুন স্নাইপার’ চাঁদে অবতরণ করেছে। তবে এর সৌরব্যাটারিগুলো কাজ করছে না। এটির সঞ্চিত বিদ্যুৎশক্তিও ফুরিয়ে আসছে। জাপানের মহাকাশ সংস্থা এই তথ্য জানিয়েছে।

১৯ জানুয়ারি চাঁদের বুকে পতাকা স্থাপনকারী পঞ্চম দেশ হিসেবে নাম লিখিয়েছে জাপান। দেশটির ‘মুন স্নাইপার’ নামের অনুসন্ধানকারী নভোযান সফলভাবে অবতরণ করেছে চাঁদে। অবতরণ সফল হলেও বৈদ্যুতিক সমস্যায় ভুগছে যানটি। যানটির সৌর প্যানেল বিদ্যুৎ উৎপাদন না করায় দুশ্চিন্তায় পড়েছেন প্রকৌশলীরা। জাপানের নভোযান ‘মুন স্নাইপার’ শনিবার চাঁদে অবতরণ করেছে। তবে এর সৌরব্যাটারিগুলো কাজ করছে না বলে জানাগিয়েছে। জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে ‘মুন স্নাইপারটির’ সঞ্চিত বিদ্যুৎশক্তি ফুরিয়ে আসছে। জানাগিয়েছে, স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন নামের মিশনটি চাঁদে সফলভাবে অবতরণ করেছেন। নভোযানের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তবে জাক্সার আধিকারি হিতোশি কুনিনাকা জানিয়েছেন, নভোযানটির সৌরসেলগুলো কাজ করছে না। সেটিতে এখন যে পরিমাণ বিদ্যুৎশক্তি সঞ্চিত আছে, তা দিয়ে আর ‘কয়েক ঘণ্টা’ চলবে। চাঁদের বুকে মানুষের অবতরণের ৫০ বছর পর বিভিন্ন দেশ ও কোম্পানির চাঁদে নভোযান পাঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে জাপানের স্লিম মিশন একটি। এর মধ্য দিয়ে পঞ্চম দেশ হিসেবে চাঁদে সফলভাবে নভোযান পাঠাল জাপান।

এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও খুব সম্প্রতি ভারত চাঁদে নভোযানর পাঠিয়েছে। আপাতত মিশনটির তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যতটা পারা যায় তথ্য সংগ্রহের চেষ্টা করছে। তবে কুনিনাকার আশা, সূর্যের দিক পরিবর্তন ঘটলে ব্যাটারিগুলো আবারও কাজ করা শুরু করবে। এক সংবাদ সম্মেলনে কুনিনাকা বলেন, ‘যদি অবতরণ সফল না হতো, এটি অনেক উচ্চগতিতে ভেঙে পড়ত। আর সে ক্ষেত্রে নভোযানটির সব কার্যক্ষমতা নষ্ট হয়ে যেত। কিন্তু এটি এখন পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে।’ চাঁদে মুন স্নাইপারের অবতরণের খবরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তবে তিনি মনে করেন, সৌরসেল নিয়ে আরও বিস্তারিত আকারে গবেষণার প্রয়োজন ছিল।

Free Access