আন্তর্জাতিক

আত্মহত্যা রুখতে ব্রিজে লোহার জালি, ৬ বছরে সম্পন্ন ৯৫ শতাংশ কাজ 

Iron mesh on the bridge

The Truth of Bengal: গোল্ডেন গেট ব্রিজ থেকে আত্মহত্যা ঠেকাতে নতুন পদক্ষেপ আমেরিকা যুক্তরাষ্ট্রের। আমেরিকার সান ফ্রানসিসকো কতৃপক্ষের তরফে  ব্রিজের দুপাশে দেওয়া হয়েছে লোহার জালি। ১৯৩৭ সালে সেতুটি খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য।

তারপর থেকে প্রায় ২ হাজারেরও বেশি মানুষ এই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার ক্ষেত্রে দেশের প্রশাসনের কাছে দাবি জানায়। সেই দাবিকে ঘিরেই ২০১৮ সালে গোল্ডেন গেট সেতুর দুই পাশে কুড়ি ফুট চওড়া লোহার বার তৈরির করা শুরু হয়। সেই কাজ চলতি বছরের শুরুতে প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। সেতুর দৈর্ঘ্য ২.৭ কিমি।

তবে সেতু থেকে যারা লাফ দিয়েছে তাদের সকলেরই মৃত্যু হয়েছে তা নয়। প্রায় ৪০ জন মানুষ লাফ দিয়েও বেঁচে গেছেন। বেঁচে যাওয়া মানুষের মধ্যে একজন হলেন কেভিন হাইন্স। অতও উঁচু থেকে লাফ দিয়ে জীবন ফিরে পেয়ে তিনি নিজেও এই আত্মহত্যা প্রতিরোধে সামিল হয়েছেন। সেতুর দুই পাশে লোহার জাল বসানোর সময় থেকেই কমেছে আত্মহত্যার সংখ্যা।

Related Articles