আন্তর্জাতিক

কীভাবে হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ, চলছে চিন্তা ভাবনা

How to extradite Hasina from India, thinking is going on

Truth Of Bengal: কয়েকদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন ইউনুস সরকার, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি’র নব-নিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে এদের মধ্যে তিনজনের মুখে হাসিনাকে কবে, কখন, কিভাবে ভারতে ফিরিয়ে আনা হতে পারে সেই নিয়ে একটি কথাও প্রকাশ পেলো না। তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে, তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করেছেন।

হাসিনাকে অধিকাংশ মামলাতেই আসামি করা হয়েছে তাই তাকে আইনগতভাবেই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন তাজুল ইসলাম। তাজুল এও জানান, বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয় ২০১৩ সালে। সেই সময় হাসিনা ক্ষমতায় ছিলেন।তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বর প্রত্যর্পণ আদেও সম্ভব কিনা তা নিয়ে চলছে জোড় জল্পনা। শুধুমাত্র আইনের ভিত্তিতে প্রত্যর্পণের বিষয়টি দেখা হলে ফলাফল খুব একটা সুখদায়ক হবে না বলে মনে করা হচ্ছে ঠিক তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তা-ভাবনা মিশে গেলে বিষয়টি আরো জটিল আকার ধারণ করতে পারে।

প্রসঙ্গত, শেখ হাসিনা৫ অগাস্টগণঅভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। মনে করা হচ্ছে হাসিনা দিল্লির কাছে নিরাপদ আশ্রয়ে আছেন, তবে তার ব্যাপারে দীর্ঘ মেয়াদে ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়, তা এখনও পরিষ্কার হয়নি। হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে এখনও পর্যন্ত প্রায় ১৫০টি মামলা উঠেছে। যার বেশির ভাগই রয়েছে হত্যা মামলা।

Related Articles