
The Truth of Bengal: কেনিয়া, সোমালিয়ায় ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া।বাড়িঘর, রাস্তা ও সেতু ধ্বংস হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।টানা চার বছরের খরার পর ভারী বৃষ্টিপাত সোমালিয়াকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। কেনিয়া রেড ক্রস জানিয়েছে, রবিবার পর্যন্ত আকস্মিক বন্যায় ২৪১ একর কৃষিজমি ধ্বংস হয়েছে এবং ১,০৬৭ গবাদি পশুর মৃত্যু হয়েছে।
আগেই কেনিয়ার আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল,অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হবে।নভেম্বরের শুরুতেই ইথিওপিয়ার সোমালি অঞ্চলে ভারী বর্ষণ ও বন্যার খবর পাওয়া গেছে । যেখানে বন্যার জলে বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হয়েছে।হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।সোমালিয়া দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি উদ্ধার কাজে এগিয়ে এসেছে।
জানা গিয়েছে, শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।তারপর থেকে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ এ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। বন্দর শহর মোম্বাসা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় মান্দেরা এবং ওয়াজির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় জুবা ও শাবেলে, নদীর তীরে বন্যার বিষয়ে সতর্ক করেছে।পাশাপাশি জুবার সমগ্র অংশে বসবাসকারী মানুষকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
Free Access