আন্তর্জাতিক
Trending

ইজরায়েলের কাছে মাথা নত হামাসের, দু মাস অতিক্রান্ত সংঘর্ষের,

Hamas Bows to Israel, After Two Months of Conflict

The Truth Of Bengal: দু মাস হয়ে যাওয়ার পরও এখনও চলছে হামাস ও ইজরায়েলের সংঘর্ষ। যুদ্ধের আবহে ইজরায়েলি টিভিতে দেখানো হয়েছে কয়েকজন গাজা সদস্য ইজরায়েল বাহিনীর সামনে মাথা নত করছে। যদিও প্যালেস্টাইনের পক্ষ থেকে জানানো হয়েছে টিভিতে দেখানো সদস্যদের সঙ্গে হামাসের কোন যোগসূত্র নেই। তারা নির্দোষ।

ইজরায়েল হামাস যুদ্ধে গাজা উপত্যাকায় প্রাণ গেছে প্রায় শতাধিক মানুষের। ইজরায়েলি টিভিতে দেখানো হয়েছে গাজার রাস্তায় কয়েকজন বন্দি হামাস সদস্য ইজরায়েলদের সামনে মাথা নিচু করে হাঁটু গেরে বসে আছে। তবে এই ক্ষেত্রে প্যালেস্তীনীয়দের দাবি যারা মাথা নত করে বসে আছে তাদের তারা হামাস জঙ্গিদের সদস্য নয়। গাজার ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলে খান ইউনিস শহরের পূর্বদিকে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছে ইজরায়েল। যুক্তরাজ্যের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বসবাসকারী প্যালেস্তীনীয় বংশোদ্ভূত জানিয়েছে টিভিতে যাদের দেখানো হয়েছে তারা প্রত্যেকেই নির্দোষ। ইজরায়েলি বাহিনী তাদের বাড়ি থেকে তুলে এনেছে বলে অভিযোগ। এই বিষয়ে  ইজরায়েল সেনাবাহিনীর এক প্রধান জানিয়েছেন হামাসদের দমন করার সময় সুড়ঙ্গ থেকে এবং কয়েকটি বাড়ি থেকে কয়েকজন বেড়িয়ে আসে। তারা হামাসের সদস্য কিনা তা যাচাই করে নিয়েছে ইজরায়েল বাহিনী।

টিভির ফুটেজ সম্পর্কিত কোন মন্তব্য না করেই তিনি জানান শতাধিক হামাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যেই অধিকাংশই ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করেছে ইজরায়েল বাহিনীর কাছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইজরায়েল যুদ্ধে এখনও পর্যন্ত শুধু মাত্র প্যালেস্টাইনে মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।  যাদের মধ্যে অধিকাংশই রয়েছে শিশু এবং মহিলা। ১ সপ্তাহের যুদ্ধবিরতির পর ফের বোমা হামলা এবং স্থলপথে হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল। নতুন করে শুরু হওয়া ইজরায়েলি হামলাতে বহু নিরীহ প্যালেস্তীনিয়দের প্রাণ যাচ্ছে।

Free Access