আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের ওপর ২ বছরের জন্য বিধিনিষেধ কানাডা সরকারের

Government of Canada restricts entry of international students for 2 years

The Truth Of Bengal : বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে কানাডা। রেকর্ডসংখ্যক অভিবাসী আসা ও এর ফলে দিন দিন আবাসনসংকট তীব্র হওয়ার কারনে এই বিধিনিষেধ আরোপ করা হয়।  সোমবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের ওপর দুই বছরের জন্য একটি বিধিনিষেধ ঘোষণা করা হয়। দুই বছর সময়ের মধ্যে কিছু স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাজের অনুমতিপত্র দেওয়া বন্ধ রাখা হবে বলেও নির্দেসিকায় জানান হয়। কানাডার অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৪ সালে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে প্রবেশ অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। ২০২৩ সালে যতসংখ্যক বিদেশি শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, শতকরা হিসাবে এ সংখ্যা তার চেয়ে ৩৫ শতাংশ কম।

এই বিধিনিষেধ স্থায়ী নয় বলেও জানান হয়েছে। কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার একটি বিব্রিতিতে জানান, ২০২৪ সালে কানাডা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনা হবে। আগামী দুই বছর পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে বলেও তিনি জানান। এ সংখ্যা আগামী দুই বছরের জন্য প্রতিবছর হবে ৩ লাখ ৬০ হাজার। এর ফলে শিক্ষার্থীদের সংখ্যা ২০২৩ সালের চেয়ে প্রায় ৩৫ ভাগ কম হবে। কানাডার ক্রমবর্ধমান বাসস্থান-সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় সরকার।

২১ জানুয়ারি কানাডার মন্ট্রিয়লে শুরু হওয়া টানা তিন দিনের মন্ত্রিসভার বৈঠকের দ্বিতীয় দিনে অভিবাসনমন্ত্রী মার্ক মিলার এ ঘোষণা করেন। এ বৈঠকে জাস্টিন ট্রুডো তাঁর মন্ত্রীদের ছাড়াও বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে বসেন। কানাডার ১০টি প্রদেশ ও ৩টি টেরিটরিকে কয়েক দিন আগেই বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনার কথা জানানো হয়েছিল। তবে কোনো প্রদেশ ও টেরিটরিতে কতজন করে বিদেশি শিক্ষার্থী আনতে পারবে, তা এখনো ঠিক করা হয়নি। শিগগিরই তাদের বর্তমান শিক্ষার্থীদের সংখ্যা হিসাব করে কেন্দ্রীয় সরকার নতুন সংখ্যা জানিয়ে দেবে প্রদেশগুলোকে।

 

FREE ACCESS

 

Related Articles