
The Truth of Bengal: শীতের শুরুতেই প্রবল তুষারপাত জার্মানিতে। যার কারণে বিপদে পড়ছে জার্মানির সাধারণ মানুষ। তুষারের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ জার্মানিতে। ইতিমধ্যেই পুরো দেশ শ্বেতশুভ্র তুষারে ঢেকে যাওয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক শিশু সহ দুজন। শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণে জার্মানির স্কুল বন্ধ রাখা হয়েছে।
বাতিল একাধিক ট্রেন ও বিমান। মিউনিখ বিমানবন্দর থেকে প্রায় ৩০০ মত বিমান যাত্রা বন্ধ করা হয়েছে। তুষারপাতের ফলে জার্মানির একাধিক রাস্তা ঢেকে গেছে এবং পিছল হয়ে পড়েছে ফলে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে। বাডেনভুটেনবের্গ রাজ্যের হাইলবর্নে বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় এক গাড়ির চালক নিহত হয়েছে।
এছাড়াও এরজেবির্গ শহরে একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে ১০ জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। জার্মানির সর্বত্র সতর্ক করে ধীর গতিতে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়েছে। জার্মানির আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে জার্মানিতে এই শীতল আবহাওয়া এখনও বেশ কিছু দিন বিরাজমান।