আন্তর্জাতিক

হড়পা বান, ধসের জোড়া ফলায় বিধ্বস্ত সুমাত্রা

Flash floods and landslides caused by heavy rains in the Indonesian island of Sumatra

The Truth of Bengal: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও সাতজন।স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোটোর টারুসান এলাকা। সেখান থেকে অন্তত ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

আশপাশের গ্রামগুলো থেকেও অন্তত তিনজনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রাকৃতিক এই দুর্যোগের জেরে সরিয়ে নেওয়া হয়েছে সাত লাখের বেশি বাসিন্দাকে। বৃহস্পতিবার থেকে টানা হওয়া প্রবল বৃষ্টিতে সুমাত্রা প্রদেশের রাজধানী পাদাংসহ আটটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৮০ হাজার মানুষকে সরকারি ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার জেরে ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়ি।

অন্তত ২০ হাজার বাড়ি জলের তলায়। সেখানেও কেউ আটকে পড়েছেন কিনা এখনও জানা যায়নি। ফলে বন্যার জেরে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। দেড়শ জনের একটি উদ্ধারকারী দল উদ্ধার কার্যে নেমেছে। ভূমিধসের ধ্বসের জেরে রাস্তা অবরুদ্ধ হওয়ায় উদ্ধারকার্য বাধাপ্রাপ্ত হচ্ছে। আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাত হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। একইসঙ্গে ফের বন্যা ও ভূমিধসের সতর্কতাও দিয়েছে তারা।

Related Articles