রানওয়েতেই দুই বিমানের সংঘর্ষ! ভয়াবহ অগ্নিকাণ্ড ঝলসে জাপান বিমানবন্দরে
Fire incident in Haneda Airport

The Truth of Bengal: টোকিওর হানেদা বিমানবন্দরে আচমকাই ভয়ংকর দুর্ঘটনা। জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি কোস্ট গার্ড জেটের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সংঘর্ষে বিস্ফোরণ ঘটছে। এর পরেই আগুন ধরে যায় বিমানে। যাত্রী নিরাপত্তা নিয়ে আশঙ্কার মধ্যেই জানা গিয়েছে উদ্ধারকারীরা ৩৭৯ জন যাত্রীকেই উদ্ধার করেছে।
জাপানের সংবাদসংস্থা এনআইচকের খবর, জাপান এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০ যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয় কোস্ট গার্ড বিমানের। সংঘর্ষের পরেই যাত্রীবাহী বিমানটিতে আগুন ধরে যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিমানের জানলাগুলিতে দাউদাউ করে আগুন জ্বলছে।
ওই মুহূর্তে উদ্ধারকাজে নামেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক সমন্বয়ে জোর দিতে বলেছেন জাপানের প্রধানমন্ত্রী। যাত্রীবাহী বিমানের ৩৭৯ জন যাত্রীকে উদ্ধার করা গলেও। কোস্ট গার্ড জেটে ৬ জনের মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর।
Free Access