আন্তর্জাতিক

টানা ৭ বার বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, ভারত ১২৬ তম স্থানে

Finland is the happiest country in the world for 7 consecutive times, India is at 126th place

The Truth Of Bengal: এই নিয়ে টানা ৭ বার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা মাথায় উঠল ফিনল্যান্ডের। বুধবারই রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতেই দেখা গেছে সুখের বিচারে প্রথম ইউরোপের দেশ ফিনল্যান্ড। ভারত রয়েছে ১২৬তম স্থানে। সুখী দেশের তালিকায় ভারত রয়েছে জর্ডান আর মিশরের মধ্যে। সেরা ১০ সুখী দেশের তালিকায় আছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন।

ভারতের আগে রয়েছে সার্বিয়া (৬৯), বুলগেরিয়া (৬৩), লাটভিয়া (৪৬) ও কঙ্গো (৮৯)। প্রথম দশের মধ্যে একমাত্র নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যা ১.৫ কোটির বেশি। প্রথম কুড়িতে থাকা কানাডা ও ব্রিটেনের জনসংখ্যা ৩ কোটির বেশি। আমেরিকা এই প্রথম বার প্রথম কুড়িতে জায়গা পায়নি। সুখী দেশের তালিকায় ২৩তম স্থানে আছে আমেরিকা। প্রথম দশে রয়েছে ইজরায়েল, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইৎজারল্যান্ড। বিশ্বের সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। মাথাপিছু গড় আয়, দুর্নীতি, সামাজিক সুরক্ষা, সুস্বাস্থ্য, স্বাধীনতা, এসব অনেক কিছু বিচার করে সুখী দেশের তালিকা প্রস্তুত করা হয়।