আন্তর্জাতিক

ইরানের ইয়াজদ এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩৫

Fatal bus accident in Iran's Yazd area, 35 dead

Truth Of Bengal:  মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে ইরানগামী এক বাসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ইরানের ইয়াজদ এলাকায় সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন ৩৫ জন। আর আহত হয়েছেন বহু মানুষ। এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, প্রায় ৫৩ জন যাত্রী ছিলেন ওই বাসে। শিয়া ধর্মাবলম্বি পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার

পাকিস্থানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বাসের যাত্রীদের মধ্যে পাকিস্তানের দক্ষিণ সিন্ধ প্রদেশের লারকানা এলাকার মানুষের সংখ্যা বেশি। জানা গিয়েছে, নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন মহলা ছিলেন, আর আহত হয়েছেন ১৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৭ জন খুবই আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন। সংবাদ পাওয়া মাত্র ঘটনা স্থলে হাজির হয় ইরান প্রশাসন, তারা সাথে সাথেই উদ্ধারকার্যে নেমে পড়েন।

এদিকে ইরানের এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। আর জরুরি পরিষেবাতে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য তাদের শহরের হাসপাতালগুলোতে বার্তা দেওয়া হয়। সাথে জানা যায়, ধর্মীয় উৎসবে যুক্ত হতে যাওয়ার সময় যাত্রী ভর্তি ওই বাস ইয়াজদ শহরে উল্টে যায় ও ওই বাসে আগুন লেগে যায়। আর ওই আগুনের কারণে মৃত্যু হয় বহু পুণ্যার্থীর।

Related Articles