আন্তর্জাতিক

বাইডেন নয় মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডেমোক্র্যাটদের পছন্দ মিশেল ওবামা

Democrats choose Michelle Obama as US president, not Biden

The Truth Of Bengal, Mou Basu  : ইতিহাস গড়তে পারেননি হিলারি ক্লিন্টন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন-পত্নী হিলারি নিজে দক্ষ রাজনীতিক ও বিশ্বের অন্যতম প্রভাবশালী মহিলা হয়েও আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। নারী স্বাধীনতার জন্য আন্দোলন যেখান থেকে শুরু সেই আমেরিকা আজ এক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে। আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডেমোক্র্যাটদের পয়লা পছন্দ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয় বরং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। সাম্প্রতিক একটি সমীক্ষা রাসমুসেন রিপোর্টসে উঠে এসেছে এমনই তথ্য।

আগামী নভেম্বরে হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।অনলাইনে ও টেলিফোনে সমীক্ষায় অংশ নেন অনেকে। ৪৭% ভোটাররা জানান ডেমোক্র্যাটদের উচিত বাইডেনের জায়গায় অন্য কারোকে প্রার্থী করা। ৪৭% ভোটারদের মধ্যে ২২% একেবারে নিশ্চিত যে বাইডেনের জায়গায় অন্য কারোকে প্রার্থী করবে ডেমোক্র্যাটরা। এক্ষেত্রে সিংহভাগ ভোটারদের পছন্দ মিশেল ওবামা।

৪৫% ভোটার মনে করেন ডেমোক্র্যাটরা বাইডেনের জায়গায় অন্য কারোকে প্রার্থী করবে না। ৩টি প্রশ্ন করা হয়েছিল ভোটারদের। ১) ডেমোক্র্যাটরা কি জো বাইডেনের জায়গায় অন্য কারোকে প্রার্থী করবে?, ২) আপনি কি বাইডেনের জায়গায় অন্য কারোকে প্রার্থী চাইছেন?, ৩) জো বাইডেনের জায়গায় মিশেল ওবামা, কমলা হ্যারিস, হিলারি ক্লিন্টন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, কাকে পছন্দ করবেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে?

Free Access

Related Articles