আন্তর্জাতিক

নজির গড়ল ফ্রান্স, গর্ভপাতকে সাংবিধানিক অধিকার

Constitutional right to abortion

The Truth of Bengal,Mou Basu: সামনেই ৮ মার্চ। আগামী শুক্রবার, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার কয়েক দিন আগেই গোটা বিশ্বের মধ্যে অনন্য নজির গড়ল ফ্রান্স। ফ্রান্সই বিশ্বের প্রথম দেশ যেখানে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার দেওয়া হল। সোমবার ফ্রান্সের ভার্সেই প্রাসাদে পার্লামেন্টে সে’দেশের আইন প্রণেতারা উৎসাহের সঙ্গে গর্ভপাতকে সাংবিধানিক মান্যতা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নেন।

ভার্সেই প্রাসাদে পার্লামেন্টের এক বিরল যৌথ অধিবেশেন ফ্রান্সের পার্লামেন্টের সদস্যরা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। গর্ভপাতকে সাংবিধানিক মান্যতা দেওয়া সংক্রান্ত এই বিলের পক্ষে ভোট পড়েছে ৭৮০টি। বিপক্ষে ৭২টি ভোট পড়েছে। ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল উদ্দেশ্যে বলেন, ‘আমরা মহিলাদের বলছি আপনার শরীর আপনার নিজের, অন্য কেউ আপনার পক্ষে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না।

‘১৯৭৪ সাল থেকে ফ্রান্সে গর্ভপাতের আইনগত অধিকার রয়েছে। এবার তাকে সাংবিধানিক মান্যতা দিল ইউরোপের দেশ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গর্ভপাতের অধিকার সংক্রান্ত এই সাংবিধানিক অধিকারকে গর্বের বিষয় বলে বর্ণনা করেছেন।

Related Articles