মেক্সিকোয় মায়া সভ্যতার শহর! খোঁজ দিলেন গবেষক লুক অল্ড-টমাস
City of Maya civilization in Mexico! Researcher Luke Ald-Thomas found out

Truth Of Bengal: ঘন অরণ্যেরপুরু চাদরের তলায় বহু বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে তা কেই বা জানত। যদিও বা কেউ জানত তা নিজস্ব অনুমান থেকে। ঘন অরণ্যের নীচে নাকি যুগ যুগ ধরে এক আস্ত শহর ঢাকা পড়েছিল। এটা সকলের অনুমাণ বইকি? তবে সেই অজানা রহস্যের উদঘাটন হল আমেরিকার টুলেন বিশ্ববিদ্যালয়ের গবেষক লুক অল্ড-টমাসের হাত ধরে।
কিছুটা অপ্রত্যাশিত ভাবেই তিনি মেক্সিকোয় প্রাচীন মায়া সভ্যতার একটি বিশাল শহরের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন সম্প্রতি। খোঁজ পেয়ে যেমন টমাসের মন আনন্দে ভরে যায় ঠিক তেমনি শহরটির ধ্বংসের প্রকৃত কারণগবেষককে ভাবিয়ে তুলছে। ওই সবুজ জঙ্গলের কাছে রয়েছে একটি উপহ্রদ। যার নামে শহরটির নাম রাখা হয়েছে ‘ভ্যালেরিয়ানা’।
প্রত্নতত্ত্ববিদেদের কথায় ক্যামপেচে শহরের কাছে অবস্থিত এই প্রাচীন মায়া শহরটিতে নাকি পিরামিডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। পাশাপাশি মন্দির, খেলার মাঠ, জলাশয়-সহ আরও নানা স্থাপত্য রয়েছে সেখানে। এখনও পর্যন্ত সেখানকার যে তথ্য হাতে এসেছে তা থেকে অনুমাণ করা হচ্ছে প্রাচীন শহরটিতে ৩০ থেকে ৫০ হাজার মানুষ বসবাস করত। বর্তমানে যে সংখ্যক মানুষ সেখানে বসবাস করেন তাঁর চাইতে সংখ্যাটা অনেকটাই বেশি।
অর্থাৎ এক কথায় বলা চলে, শহরটি বেশ গুরুত্বপূর্ণ ছিল মায়া সভ্যতার মানুষজনের কাছে।অল্ড-টমাস জানিয়েছেন, আনুমানিক ১৫০০ বছর আগে যারা বাস করতেন শহরগুলিতে তা সবই এখন মাটির তলায় বা ঘন জঙ্গলের আস্তরণের তলায় চাপা পড়ে আছে। এক সময় হাজার চেষ্টা করা হলেও পায়ে হেঁটে এত বড় এলাকা কস্মিনকালেও খোঁজা সম্ভব ছিল না। তাই তিনি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে করা সমীক্ষার খোঁজ চালিয়ে যাচ্ছিলেন।