আন্তর্জাতিক

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হোক ভারত, জোর সওয়াল ব্রিটেনের

Britain insists that India be a permanent member of the United Nations Security Council

Truth Of Bengal: আমেরিকার পর এবার ব্রিটেন ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্য সমর্থন করেছে। সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার বলেন, ভারতসহ কয়েকটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার যোগ্য। ভারত দীর্ঘদিন ধরে এই পদের দাবি জানিয়ে আসছে।

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংশোধন অত্যন্ত জরুরি। ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার বিষয়টিকে আমেরিকা সমর্থন করে।” তিনি জি-২০ এবং গ্লোবাল সাউথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা প্রশংসা করেন এবং মোদির পোল্যান্ড ও ইউক্রেন সফরের কথা উল্লেখ করেন। এরপর তিনি নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রসঙ্গ তোলেন। বাইডেনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁও একই মত প্রকাশ করেন।

আমেরিকা ও ফ্রান্সের পর ব্রিটেনও ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দেখতে চায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “নিরাপত্তা পরিষদে আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব থাকা উচিত। ভারত, জাপান, ব্রাজিল, জার্মানির মতো দেশগুলিকেও স্থায়ী সদস্যপদ দেওয়া উচিত।”

নয়াদিল্লি বারবার আধুনিক দুনিয়ার দাবি মেনে নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে সওয়াল করে এসেছে। ভারত দীর্ঘদিন ধরে পাঁচ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে চেষ্টা করছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ও রাশিয়া ইতিমধ্যে নয়াদিল্লির দাবিকে সমর্থন করেছে, কিন্তু চিন বাদ সেধেছে। এখন দেখার বিষয়, চিনের বিরোধিতা সত্ত্বেও ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাবে কিনা।

Related Articles