আন্তর্জাতিক

রক্তাক্ত সোমালিয়া! জঙ্গি হামলায় আহত নিহত ৩২

Bloody Somalia! 32 were killed in the terrorist attack

The Truth Of Bengal: সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সমুদ্র সৈকতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আহতের সংখ্যা ষাটোর্ধ, আর নিহত হয়েছেন প্রায় ৩২ জন। হতাহতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আল কায়দায় সাথে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি সোমালিয়ার সময়ে শুক্রবার বিকালে মোগাদিশুর একটি বিখ্যাত সমুদ্র সৈকতে ঘটেছে। নিত্য দিনের মতো ওই দিনও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন সেখানে। তারপর হঠাৎই সেখানে একদল জেহাদি হামলা চালায়। সৈকতের মুখে ঢোকার সময়ই এই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সৈকতের ওপর প্রান্তেও সে সময় কিছু জঙ্গি সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালায়। সমুদ্রের নিকট হোটেলে ঢোকার চেষ্টাও করে তারা। কিন্তু সোমালিয়ার সেনাবাহিনী তাদের পরিকল্পনা নষ্ট করে দেয়। এক জঙ্গিকে সেনাবাহিনী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে যেতে না দিয়ে রাস্তা আটকে দেয়। সেনাবাহিনী পালটা মারে একে একে সব জঙ্গিকে নিকেশ করে দেয়। আল কায়দায় সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব রেডিওর মধ্য দিয়ে এই হামলার দায় তারা স্বীকার করে নেয়।

এর পর স্থানীয় পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান জানান, “শুরুতে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তার পর ধীরে ধীরে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে এপর্যন্ত নিহত হয়েছেন ৩২ জন আর আহত হয়েছেন ৬৩ জঙ। তাঁদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।” সোমালিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হাসান আলি খায়ের এই মর্মান্তিক ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরতেই আল-শাবাবের তরফে দাবি করা হয়েছিল যে তারা দেশের মধ্যভাগে ঘাঁটি গেড়েছে। ফলে এই জঙ্গি হানায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।