আন্তর্জাতিক

ট্রাম্পের ক্যাবিনেটে বঙ্গসন্তান জয়, জানেন কে এই বাঙালী?

Bengalis win in Trump's cabinet, do you know who this Bengali is?

Truth Of Bengal: আরও এক গর্বের মুহূর্তের সাক্ষী বাঙালি। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)-এর ডিরেক্টর পদ দেওয়া হল ডঃ জয় ভট্টাচার্যকে। মঙ্গলবার এমন বিজ্ঞপ্তিই জারি করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কে এই জয় ভট্টাচার্য ?

জয় ভট্টাচার্য, জন্ম ১৯৬৮ সালে কলকাতায়। ১৯৯৭ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে তিনি ‘ডক্টর অফ মেডিসিন’ ডিগ্রি পান।  ১৯৯০ সালে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ ও ২০০০ সালে স্ট্যানফোর্ড থেকেই অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি পান জয়।

ডোনাল্ড ট্রাম্পের এদিনের এই বিবৃতিতে জানান, এই জয় ভট্টাচার্য ‘ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেলথ পলিসি নিয়ে পরানোর পাশাপাশি ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিকস রিসার্চের রিসার্চ অ্যাসোসিয়েট, স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চ, স্ট্যানফোর্জ ফ্রিম্যান স্পগলি ইনস্টিটিউট এবং হুভার ইনস্টিটিউটে সিনিয়র ফেলো, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমডি এবং পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁর।’

পাশাপাশি ট্রাম্প জয়ের সম্পর্কে জানান, স্ট্যানফোর্ডের সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স অফ হেলথ অ্যান্ড এজিংয়ের ডিরেক্টর ডঃ জয় ভট্টাচার্য। সেখানে তাঁর গবেষণার মূল বিষয়, সমাজের দুর্বল শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্পের ভূমিকা, বায়োমেডিক্যাল ইনোভেশন এবং অর্থনীতি।’

ট্রাম্প আরও জানিয়েছেন, এখন থেকে রবার্ট এফ কেনেডির সঙ্গে মিলে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব সামলাবেন জয় ভট্টাচার্য।

Related Articles