
The Truth of Bengal: প্রতিবছর বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ ম্যালেরিয়া। এই রোগটি নির্মূলে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি আফ্রিকার রিসার্চ ইনস্টিটিউট ইন হেলথ সায়েন্সের বিজ্ঞানীরা ম্যালেরিয়া নির্মূলের একটি সম্ভাবনাময় কৌশল নিয়ে কাজ করছেন। এই কৌশলটি হলো মশার জিনগত পরিবর্তন।
ম্যালেরিয়া ছড়ায় এ রোগের জীবাণুবাহী স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে। পুরুষ মশা কামড়ায় না। তাই এটি রোগও ছড়ায় না। বিজ্ঞানীরা পুরুষ মশার শরীরে জিনগত পরিবর্তন এনে সেগুলোর প্রজননক্ষমতা নষ্ট করতে চান। ফলে সেগুলোর সঙ্গে মিলিত হওয়া স্ত্রী মশাগুলো বংশবিস্তার করতে পারবে না।
এই কৌশলের খরচও তুলনামূলক বেশ কম। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে এ কৌশল প্রয়োগ করে বেশ কয়েক হাজার প্রজনন অক্ষম পুরুষ মশা পরিবেশে ছাড়া হয়েছে। এ নিয়ে চলছে গবেষণাও। কৌশলটি পুরোপুরি কাজে লাগাতে আরও কয়েক বছর লাগতে পারে।
ম্যালেরিয়া নির্মূলে এই কৌশলকে স্বাগত জানিয়েছেন অনেকে। তারা মনে করেন, এই কৌশলটি ম্যালেরিয়া নির্মূলে একটি বড় অগ্রগতি।
ম্যালেরিয়া একটি মশাবাহিত সংক্রামক রোগ যা মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীকে প্রভাবিত করে।
প্রতিবছর বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ ম্যালেরিয়া।
ম্যালেরিয়া নির্মূলে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি আফ্রিকার রিসার্চ ইনস্টিটিউট ইন হেলথ সায়েন্সের বিজ্ঞানীরা ম্যালেরিয়া নির্মূলের একটি সম্ভাবনাময় কৌশল নিয়ে কাজ করছেন।
এই কৌশলটি হলো মশার জিনগত পরিবর্তন।
মশার জিনগত পরিবর্তন করে সেগুলোর প্রজননক্ষমতা নষ্ট করা হবে।
ফলে স্ত্রী মশাগুলো বংশবিস্তার করতে পারবে না।
এই কৌশলের খরচও তুলনামূলক বেশ কম।
এরই মধ্যে পরীক্ষামূলকভাবে এ কৌশল প্রয়োগ করে বেশ কয়েক হাজার প্রজনন অক্ষম পুরুষ মশা পরিবেশে ছাড়া হয়েছে।
কৌশলটি পুরোপুরি কাজে লাগাতে আরও কয়েক বছর লাগতে পারে।
ম্যালেরিয়া নির্মূলে এই কৌশলকে স্বাগত জানিয়েছেন অনেকে।
ম্যালেরিয়া একটি প্রাণঘাতী রোগ।
ম্যালেরিয়া নির্মূলে বিশ্বজুড়ে গবেষণা চলছে।
আফ্রিকার রিসার্চ ইনস্টিটিউট ইন হেলথ সায়েন্সের বিজ্ঞানীরা ম্যালেরিয়া নির্মূলের একটি সম্ভাবনাময় কৌশল নিয়ে কাজ করছেন।
এই কৌশলটি হলো মশার জিনগত পরিবর্তন।
এই কৌশলটি পুরোপুরি কাজে লাগাতে আরও কয়েক বছর লাগতে পারে।
- খবরটিকে সংক্ষিপ্ত ও সারগর্ভভাবে উপস্থাপন করা হয়েছে।
- খবরের মূল বিষয়গুলিকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
- খবরটিতে সংশ্লিষ্ট তথ্য ও উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে।
- খবরটিকে আকর্ষণীয় ও তথ্যবহুল করে তুলতে বিভিন্ন উপায় অবলম্বন করা হয়েছে।