আন্তর্জাতিক

আমেরিকায় ফের শুটআউট, মৃত ৩, জখম ১৬

Another shootout in America, 3 dead, 16 injured

The Truth Of Bengal : আমেরিকায় ফের গুলিবর্ষণ। এবার মিশিসিপির একটি নাইটক্লাবের সামনে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতিরীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মোট ১৯ জন। প্রাণ হারিয়েছেন আনুমানিক ৩ জন। হামলার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরীরা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত? কি কারণ রয়েছে এই হামলার পেছনে? সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এখনো অধরা দুষ্কৃতিরীরা।

পুলিশ সূত্রে জানা যায় , ঘটনাটি ঘটে স্থানীয় সময় অনুযায়ী রবিবার ভোরে ইন্ডিয়ানোলা শহরের চার্চ স্ট্রিটে একটি নাইটক্লাবের সামনে গুলি চলে। গুলি চলার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জখম ১৬ জন। মৃতদের বয়স আনুমানিক ১৬ থেকে ১৯ এর মধ্যে। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও স্পষ্ট নয় কেন হামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাইটক্লাবের কাছে আচমকাই গুলির শব্দ পান। বেশ কিছুক্ষণ ধরেই চলে গোলাগুলি । যাঁরা নাইটক্লাবে ঢুকবেন বলে এসেছিলেন, আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকে। নিরাপদ স্থানে আশ্রয় নেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়, একপক্ষ গুলি চালিয়েছে নাকি দু’পক্ষের মধ্যে গুলিগালা চলেছে এদিন।

Related Articles