আন্তর্জাতিক

আর জি কর কাণ্ডে প্রতিবাদের ঝড় আমেরিকাতেও, নির্যাতিতার বিচারের দাবিতে প্রবাসী বাঙালিরা নামলেন পথে

America's storm of protest over the R G Kar case

Truth Of Bengal : আর জি কর নিয়ে দিকে দিকে চলছে প্রতিবাদ। সারা দেশ – বিদেশ সকলেই একটা শ্লোগান তুলেছে বিচার চাই। বিচারের দাবিতে সকলেই রাস্তায় নেমে পড়েছে। যে যার মতো প্রতিবাদের ভাষায় সরব হয়েছে। দাবি একটাই নির্যাতিতার বিচার হয়। আট থেকে আশি কেউ বিরত নেই এই দাবি তোলা থেকে। চারিদিকে শুধু প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। যতক্ষণ না কালপিট বিচার পাচ্ছে কেউ দাবি থেকে সরবে না।

যেভাবে আর জি করের চিকিৎসকের মৃত্যু হয়েছে, তা সত্যিই নিন্দনীয়। যদিও তা বললে খুব কম বলা হবে। চিকিৎসকের ওপরে হওয়া এই পাশবিক অত্যাচারের পর একটাই প্রশ্ন ঘরাফেরা করছে চারিদিকে। মেয়েদের ওপর এই নির্যাতন আর কতদিন চলবে? তাই আর কাউকে এবার হাত গুটিয়ে বসে থাকতে দেখা গেলো না রাস্তায় নেমে প্রতিবাদ করতে তাঁদের দেখা গেলো। আর এরই মাঝে বিদেশ বিভূঁইয়েও প্রতিবাদের ঝড়, নিন্দার ঝড় বয়ে গেলো।

আমেরিকাতেও তার অন্যথা হল না। আর জি করের চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ এখনও চলছে আমেরিকায়। সপ্তাহান্তে প্রতিবাদ সমাবেশ হল মেরিল্যান্ড, নর্থ ক্যারোলাইনায়। শনিবার মেরিল্যান্ডের বাঙালি সংগঠন সংস্কৃতি’র উদ্যোগে স্থানীয় ব্ল্যাক হিল রিজিওনাল পার্কে তাঁরা পরপর দুদিন প্রতিবাদে রাস্তায় নামেন। রাস্তায় নেমে প্রতিবাদের পর রবিবার তাঁরা নীরবে প্রতিবাদ জানায় স্থানীয় ক্যান্টন্সভিলের একটি শপিং কমপ্লেক্সের পার্কিং লটে।

শুধু তাঁরা সেখানে নয়, নর্থ ক্যারোলাইনার শার্লটে মেকলেনবার্গ কাউন্টি কোর্টের সামনে ওই বাঙালিদেরকে মিছিল করতেও দেখা যায়। আমেরিকার সান দিয়েগোতে কর্মসূত্রে অনেক বাঙ্গালিকে বাস করতে দেখা যায়। ওই প্রবাসী বাঙালিদের সৈকত নামে একটি সংগঠন আছে আর সেই সংগঠনের সাড়ে ৩০০-রও বেশি সদস্য ইতিমধ্যেই একটি প্রতিবাদপত্র সান ফ্রানসিস্কোর কনসাল জেনারেল, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন।

শনিবারের পর ফের প্রবাসী বাঙালিরা একটি সমাবেশের আয়োজন করে প্রতিবাদে নামেন তাঁরা।নবীন-প্রবীণ, বয়স নির্বিশেষে সকল বাঙালিকেই এই সমাবেশে হাঁটতে দেখা যায়।

Related Articles