আন্তর্জাতিক

জীবিত লাদেনপুত্র হামজা! আফগানিস্তানে চালাচ্ছে হামলার পরিকল্পনা

Alive Laden's son Hamza! Attacks are planned in Afghanistan

Truth Of Bengal: জীবিত রয়েছেন ওসামা বিন লাদেনের পুত্র হামজা। আফগানিস্তানের মাটিতে দেদার জীবন কাটাচ্ছেন তিনি। এর সাথে সমান তালে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণও দিয়ে চলেছেন তিনি। আফগানিস্তানের তালিবান বিরোধী সামরিক জোট ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্টের তরফ থেকে জানানো হয়, পশ্চিমের দেশগুলোতে আবারও হামলা করার জন্য প্রস্তুত হচ্ছেন আল-কায়েদা সংগঠন।

আমেরিকার স্পেশাল ফোর্সের হাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে নিহত হয়েছিলেন ওসামা বিন লাদেন। তারপর পর আল-কায়েদার উত্তরাধিকারী হিসেবে লাদেনের তৃতীয় স্ত্রীর পুত্র হামজাকে বেছে নেওয়া হয়েছিল। সেসময় আমেরিকা তার মাথা দাম ঘোষণা করেছিল ১০ লক্ষ ডলার। তারপর একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ২০১৯ সালে মার্কিন বিমান হামলায় হামাজ নিহত হয়েছে।

এই ঘটনার বহু বছর পর এবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এলো হামজার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ওই প্রতিবেদনে জানা গিয়েছে, লাদেন পুত্র হামজা উত্তর আফগানিস্তানে নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। দাবি করা হচ্ছে পঞ্জশির প্রদেশে একাধিক শিবিরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি। ওই রিপোর্টে বলা হয়েছে ওসামা বিন লাদেনের মতোই আমেরিকা বা পশ্চিমের কোন দেশে ভবিষ্যতে হামলা করার পরিকল্পনা করছে হামজা।

Related Articles