আন্তর্জাতিক
Trending

Big Breaking : কূটনৈতিক সাফল্য, ১ মাস পর ইরান থেকে দেশে ফিরছেন ৫ ভারতীয় নাবিক  

After being released, 5 Indian sailors are returning home from Iran

The Truth Of Bengal : ইরানে বন্দি থাকা পাঁচ ভারতীয় নাবিক মুক্তি পেলেন। একমাস পর ওই পাঁচ নাবিকের মুক্তি পাওয়ার বিষয়টি ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, মুক্তি পাওয়া নাবিকরা বৃহস্পতিবারই ইরান থেকে ভারতের দিকে রওনা দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের আবহে ১৭ জন ভারতীয় নাবিককে আটক করেছিল তেহরান।

গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইজরায়েলি জাহাজকে আটক করে ইরানের বিশেষ বাহিনী। ওই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জন ভারতীয়। সবাই ইরানের বিশেষ বাহিনীর হাতে বন্দি হন। ওই নাবিকদের ছাড়াতে এগিয়ে আসে ভারতীয় বিদেশমন্ত্রক। দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৃহস্পতিবার বিকেলে ৫ জন ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান সরকার। তাঁরা দেশে ফিরে আসছেন। ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই কারণেই ভারতীয় নাবিকদের সঙ্গে সহায়তা করেছে ইরানের প্রশাসন।  ভারতীয় দূতাবাসের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার জন্য ইরানের প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এটি ভারতের কূটনৈতিক সাফল্য হিসাবে দেখা হচ্ছে।

Related Articles