আন্তর্জাতিক
Trending

আমাজনের জঙ্গলে মিলল ৩০০০ বছরের পুরনো নগর, প্রাচীন শহরের সন্ধান বিজ্ঞানীদের…

3,000-year-old city found in Amazon forest, scientists search for ancient city...

The Truth Of Bengal: লাতিন আমেরিকার আমাজন জঙ্গলে পাওয়া গেল ৩০০০ বছরের পুরনো নগর। যেখানে ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, চাষের জন্য জায়গা, ধর্মীয় আচার অনুষ্ঠান সব কিছুই ছিল একটা সময়। আমাজনের গভীর জঙ্গলের মধ্যে এই পুরনো শহরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা।

লাতিন আমেরিকার গভীর জঙ্গল আমাজনে বিশাল এক পুরনো নগরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ৩০০০ বছরের পুরনো এই নগরে সব কিছুই ছিল। ঘরবাড়ি থেকে শুরু করে রাজপথ, কৃষিক্ষেত্র, ধর্মীয় অনুষ্ঠান কি না হতনা এই পুরাতন নগরে। শহরটি অবস্থিত ইকুয়েডরের আন্দিজ পর্বতমালার পাদদেশে ঘন জঙ্গলের মধ্যে। এই নগর বাসিন্দারা মূলত সেতুর মাধ্যমে যাতায়াত করে থাকত। এখানে প্রায় ৬ হাজারের মত বাড়ি ছিল। এই নগরে বসবাসকারী মানুষেরা বসবাস করতেন কুঁড়ে ঘরে। আদিম মানুষের মত তারাও নির্বস্ত্র হয়ে  শিকার করত বনে। শহরটি ৩০০ বর্গকিমি অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল।

আনুমাণিক নগরটিতে ১০ হাজার মানুষের বসবাস ছিল। রিমোট সেন্সিং এবং লেজার স্ক্যানিং ব্যবহার করে বিজ্ঞানীরা এই প্রাচীন শহরের খোঁজ পান। বহু বছর আগে প্রত্নতত্ত্ববিদ স্টিফেন রোস্টেইনের নজরে পড়ে এই নগর। কিন্তু তখন তার কাছে কোন প্রমাণ ছিলনা। বর্তমানে আধুনিক প্রজুক্তি ব্যবহার করে সম্প্রতি এক ম্যাপিং থেকে বোঝা গেছে মাটির ঢিবি গুলির নিচে রয়েছে হাজার হাজার কুঁড়ে ঘরের ধ্বংসাবশেষ। নগরটির চারপাশ ঘেরা ছিল কৃষিজমি দিয়ে। নগর সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখনও সন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা।

Free Access